‘মন দিতে চাই’ ধারাবাহিকের ধুন্ধুমার পর্ব! মায়ের কাছ থেকে যোগ্য জবাব পেল দোয়েল…

মায়ের হাতে চড় খেয়েও কি শান্ত হবে দোয়েল?

পূর্বাশা, হুগলি: জি বাংলায় সম্প্রচারিত হওয়া ‘মন দিতে চাই’ ধারাবাহিকে রুদ্ধশ্বাস পর্ব। মায়ের হাত থেকে চড় খেল দোয়েল। লাগাতার খারাপ ব্যবহার ও বোনের বিরুদ্ধে সুর চড়ানোর অপরাধে ক্রুদ্ধ হয়ে ওঠেন তাঁর মা। অবশেষে রাগের চোটে চড় বসিয়ে দেয় দোয়েলের গালে! গোটা ঘটনায় তাজ্জব হয়ে যায় তিতিরের শ্বশুরবাড়ির লোকজন।

Zee bangla,Bengali Serial,Mon site chaai,Serial update

সম্প্রতি ‘মন দিতে চাই’ ধারাবাহিকের একটি পর্বে দেখা যায়, তিতিরের শ্বশুরবাড়িতে পুজোর আয়োজনে উপস্থিত হয়েছেন তিতির ও দোয়েলের মা। কিন্তু শ্বশুরবাড়িতে কারণে অকারণে বারংবার তিতিরকে অপমান করতে থাকে দোয়েল। শেষে এহেন ব্যবহার দেখে দোয়েলকে জবাব দেন তাঁর মা। তিনি প্রশ্ন তোলেন একই পরিবারে মানুষ হওয়া সত্ত্বেও কেন এরকম অসভ্যের মতো ব্যবহার শিখেছে দোয়েল? এর পরিপ্রেক্ষিতে ফের উল্টো জবাব দিতে থাকে দোয়েল।

Zee bangla,Bengali Serial,Mon site chaai,Serial update

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে সে বাড়ি ছেড়ে
বেরিয়ে যাওয়ার নিদান দেন তিতির-দোয়েলের মা। সে সময় তিতির ও তাঁর পরিবারের সবাই তাঁকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এরপর কি হবে? সে বিষয়ে প্রশ্ন তুলছেন দর্শক। উত্তর মিলবে পরবর্তী এপিসোড গুলিতে।




Leave a Reply

Back to top button