“এত সহজে ছাড়ব না…!” সৃজনের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি পর্ণার! অবাক হয়েই চুপ সৃজন…

সৃজনকে সরাসরি হুঁশিয়ারি দিল পর্ণা!

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে এবার নতুন রূপে পর্ণা। সংসার ছেড়ে চলে যাওয়া নয়, বরং শক্ত হাতে নিজের অধিকার ছিনিয়ে নেবে সে। ইশার শত চাল সত্ত্বেও পর্ণা ও সৃজনের ডিভোর্স হবে না। বরং পর্ণার হুঁশিয়ারি, কোর্টে সৃজনকে চ্যালেঞ্জ করবে সে! পর্ণার এই নয়া রূপ দেখে হতবাক তাঁর শ্বশুরবাড়ির সবাই। অবাক সৃজন নিজেও।

Zee Bangla,Nim Phooler Modhu,Bengali Serial,Serial update

ঘটনাটি ঠিক কী? কিছুদিন আগে নিম ফুলের মধু’ ধারাবাহিকের একটি এপিসোডে দেখা যায়, পর্ণার স্বামী সৃজন তাঁর হাতে বেশ কিছু টাকা তুলে দেয়। আর সে বলে, পর্ণাকে ডিভোর্স দিতে চায় সে। আর এই ঘটনায় অবাক হয়ে যায় পর্ণা। সৃজনের থেকে এই ধরণের ব্যবহার আশা করতে পারে না সে। তারপরই সে জানতে পারে আসল কারণ। ইশা পর্ণার সামনে এসে বলে, যে সেই পর্ণার সংসার ভাঙতে এহেন কাজ করেছে। এমনকি সৃজনের হাতেও টাকা সেই তুলে দিয়েছে ।একথা শুনেই উত্তপ্ত হয়ে ওঠে পর্ণা।

Zee Bangla,Nim Phooler Modhu,Bengali Serial,Serial update

ইশার হাত ধরে টানতে টানতে নীচে নিয়ে আসে সে। বাড়ির সকলকে একজোট করে। পর্ণার শ্বাশুড়ি বাধা দিতে এলে তাঁকেও চুপ করিয়ে দেয় পর্ণা। তারপর সে সৃজনের মুখোমুখি বসে তাঁকে সরাসরি চ্যালেঞ্জ করে, সৃজনের দেওয়া টাকা সে নেবে। কিন্তু সৃজন কে সে মোটেই ডিভোর্স দেবে না। তা সে যা খুশি করে নিক না কেন! সেই পর্ণা পরে সংসার ছাড়ার সিদ্ধান্ত নিলেও ফের ফিরে আসে সে। নতুন বউয়ের মতো বরণ করা হয় তাঁকে। এবার তাঁর নয়া রূপ দেখে হতচকিত হয়ে যায় তাঁর শ্বশুরবাড়ির সকলে।




Leave a Reply

Back to top button