রুচিরা অন্তর্ধানে এবার গোলকধাঁধায় পর্ণা! আড়ালে থাকা মেঘনাদকে কিভাবে শাস্তি দেবে সে?
আড়াল থেকে শর্ত ছুঁড়লো মেঘনাদ! পর্ণার করবে কী? মানবে নাকি জবাব দেবে?

পূর্বাশা, হুগলি: বর্তমানে সম্প্রচারিত হওয়া জি বাংলার নামকরা সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের অভিনেত্রী পর্ণা জীবনের ওঠাপড়া ও সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে চলার বার্তাকেই ফুটিয়ে তোলেন। কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে যেখানে মানুষ খুঁজে পায় না পথ। তখন গোলকধাঁধায় ঘুরতে হয় তাঁদের। এমনই এক পরিস্থিতির সম্মুখীন এবার পর্ণা নিজেই। কিভাবে কাটবে এই জটিলতা? জানাবে ধারাবাহিকের পরবর্তী এপিসোডগুলি।
সম্প্রতি জি বাংলার তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পর্ণার বন্ধু রুচিরা কে কিডন্যাপ করেছে মেঘনাদ। পর্ণাকে ফোন করে রীতিমতো হুমকি দিচ্ছে সে। এর আগেই সে হুমকি দিয়েছিল যে ফের ছিনতাই হবে। তবে কিনা আস্ত মানুষ! তাও আবার পুলিশের চোখে ধুলো দিয়ে! কিভাবে সম্ভব? ভাবতে লাগে পর্ণা।
এরপরই ফের পর্ণার কাছে আবার একটি ফোন আসে। সেই ফোনে পর্ণাকে মেঘনাদ বলে, যদি পর্ণা তাঁর বাড়ির গণেশ মূর্তি তাঁর হাতে তুলে দেয়, তবেই
রুচিরার হদিশ পাবে সে। নচেৎ নয়। অচেনা ধাঁধার মুখে এবার পথ খুঁজতে থাকে পর্ণা। অন্যদিকে রুচিরার খোঁজে বেরোয় পুলিশ। এর পরবর্তী এপিসোডে ‘নিম ফুলের মধু’ কোন দিকে মোড় নেয় তা দেখতে মুখিয়ে দর্শক।