ডিভোর্স কেসে বিরাট জটে পর্ণা-সৃজন! উকিলদের কান্ড দেখে তো মাথায় হাত

পর্ণা-সৃজনের ডিভোর্স কেসে এল মহা বিপত্তি!

পূর্বাশা, হুগলি: ঘোরতর বিপত্তিতে পড়ল পর্ণা-সৃজন। কোর্টে কেস লড়তে চলেছে তাঁরা। সৃজন পর্ণাকে ডিভোর্স দেবে আর পর্ণাও বদ্ধপরিকর যে সে সৃজনকে ডিভোর্স দেবে না। এই নিয়ে লড়াই, হুঁশিয়ারির পর দুই পক্ষের উকিলের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। কিন্তু দুই উকিল সামনা সামনি হতেই বিস্তর ঝামেলা শুরু! পর্ণা ও সৃজন তাঁদের উকিলদের কান্ড দেখে থমকে থ। একি কান্ড! উকিলরা নিজেদের মধ্যেই এভাবে লড়বে নাকি!

Zee Bangla,Bengali Serial,Serial update,Neem phuooler madhu

জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যায়, ইশার চালে পর্ণাকে ডিভোর্স দিতে চায় সৃজন।
এদিকে পর্ণাও হাল ছাড়ার পাত্র নয় বাড়ির সকলকে একজোট করে সে। শ্বাশুড়ি বাধা দিতে এলে তাঁকেও চুপ করিয়ে দেয় পর্ণা। তারপর সে সৃজনের মুখোমুখি বসে তাঁকে সরাসরি চ্যালেঞ্জ করে, সৃজনের দেওয়া টাকা সে নেবে। কিন্তু সৃজন কে সে মোটেই ডিভোর্স দেবে না। তা সে যা খুশি করে নিক না কেন! সেই পর্ণা পরে সংসার ছাড়ার সিদ্ধান্ত নিলেও ফের ফিরে আসে সে। নতুন বউয়ের মতো বরণ করা হয় তাঁকে। কিন্তু এবার পালা কোর্টে সম্মুখ সমরে লড়ার কিন্তু তার আগেই দুই উকিলের মধ্যে বাঁধলো ধুন্ধুমার।

Zee Bangla,Bengali Serial,Serial update,Neem phuooler madhu

এরপরই জানা যায়, পর্ণার উকিল বাসবদত্তা ও সৃজনের উকিল শ্যামসুন্দর আসলে নিজেরাই ছিলেন স্বামী-স্ত্রী। আর সাতদিন আগেই বিচ্ছেদ হয়েছে তাঁদের। একথা শুনে হতচকিত হয়ে যায় পর্ণা-সৃজন থেকে বাড়ির সকলে। কেস এরপর কোনদিকে গড়াবে, তাই এখন দেখার।




Leave a Reply

Back to top button