হঠাৎ এ কোন রূপ দেখালো ‘নিম ফুলের মধুর’ পর্ণা! চক্ষু চড়কগাছ গোটা শ্বশুরবাড়ির

'নিম ফুলের মধু ধারাবাহিকের' অভিনেত্রী পর্ণার রুদ্র মূর্তি দেখে অবাক হল সকলে।

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের অভিনেত্রী পর্ণা প্রয়োজনে শান্ত আবার প্রয়োজনে প্রখর। সম্প্রতি ধারাবাহিকের একটি এপিসোডে পর্ণার রুদ্রমুর্তি দেখে হাঁ হয়ে যায় তাঁর পরিবারের সকলে। হঠাৎ হল টা কী? কেন এমন অশান্ত হয়ে উঠলো পর্ণা? কেন এভাবে উগরে দিল মনে জমে থাকা রাগ আর ক্ষোভে?

Zee bangla,Neem phuooler Modhu,Bengali Serial,Serial update

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ওই এপিসোডে দেখা যায়, পর্ণার স্বামী সৃজন তাঁর হাতে বেশ কিছু টাকা তুলে দেয়। আর সে বলে, পর্ণাকে ডিভোর্স দিতে চায় সে। আর এই ঘটনায় অবাক হয়ে যায় পর্ণা। সৃজনের থেকে এই ধরণের ব্যবহার আশা করতে পারে না সে। তারপরই সে জানতে পারে আসল কারণ। ইশা পর্ণার সামনে এসে বলে, যে সেই পর্ণার সংসার ভাঙতে এহেন কাজ করেছে। এমনকি সৃজনের হাতেও টাকা সেই তুলে দিয়েছে।

Zee bangla,Neem phuooler Modhu,Bengali Serial,Serial update

একথা শুনেই উত্তপ্ত হয়ে ওঠে পর্ণা। ইশার হাত ধরে টানতে টানতে নীচে নিয়ে আসে সে। বাড়ির সকলকে একজোট করে। পর্ণার শ্বাশুড়ি বাধা দিতে এলে তাঁকেও চুপ করিয়ে দেয় পর্ণা। তারপর সে সৃজনের মুখোমুখি বসে তাঁকে সরাসরি চ্যালেঞ্জ করে, সৃজনের দেওয়া টাকা সে নেবে। কিন্তু সৃজন কে সে মোটেই ডিভোর্স দেবে না। তা সে যা খুশি করে নিক না কেন! এরপর কী হবে তা দেখতে উদগ্রীব দর্শক। পরবর্তী এপিসোডে চোখ রাখলেই মিলবে তার উত্তর।




Leave a Reply

Back to top button