পর্ণার সংসারে হাজির নতুন অশান্তি! বন্ধুত্ব না পরিবার কাকে বাছবে সে?
'নিম ফুলের মধু' ধারাবাহিকে ফের নতুন সমস্যার মুখে পর্ণা।

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘ নিম ফুলের মধু’ ধারাবাহিকে ফের নতুন সমস্যার মুখে পর্ণা। বন্ধু রুচিরাকে নিয়ে শুরু সাংসারিক অশান্তি। সৃজনের সঙ্গে বাকবিতণ্ডাও হয় তাঁর। সৃজন তাঁকে সরাসরি বলে রুচিরাকে তাঁর ও তাঁর পরিবারের পছন্দ নয়।
এমনকি সৃজনের ভাই চয়নের সঙ্গে রুচিরার বন্ধুত্ব
ভালো চোখে দেখেনা তাঁরা। ফের ঘোরতর সমস্যার
মুখে পড়ে পর্ণা। বন্ধু না সংসার? কাকে বাছবে সে?
কিছুদিন আগেই মেঘনাদের পর্দা ফাঁস করেছে পর্ণা। রুচিরাকে সে উদ্ধার করেছে। কিন্তু এরপর সাংসারিক অশান্তির মুখে নতুন দিশা খোঁজে কার্যত কঠিন হয়ে পড়ছে তাঁর জন্য। তাহলে কী করবে সে? রুচিরাকে কি বলে দেবে সব সত্যি কথা? তাঁর বাড়ির দোড়গোড়ায় আসতেও কি বারণ করবে পর্ণা? একাধিক প্রশ্নের শুরু করল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নতুন মোড়।
এই দোলাচল থেকে কিভাবে বাঁচবে পর্ণা? কাকে বেছে নেবে দু পক্ষের মধ্যে? নাকি ব্যালেন্স করতে পারবে সে দু পক্ষকে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শক দের মনে। আর এই সকল প্রশ্নের উত্তর পেতে অবশ্যই দেখতে হবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক।