‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়! হুমকির ফোন পেল পর্ণা!

পর্ণার কাছে এল হুমকি ফোন! কি উত্তর দেবে সে?

পূর্বাশা, হুগলি: জি বাংলার বর্তমান ধারাবাহিকগুলি
-র মধ্যে অন্যতম হল ‘নিম ফুলের মধু’। নিত্য নতুন মোড় এনে এই ধারাবাহিক চমক দিচ্ছে দর্শকদের।
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে সিরিয়ালের পরবর্তী চমকের আভাস দেওয়া হয়েছে। এক ঝলক দর্শনে দেখা যাচ্ছে, ধারাবাহিকের অভিনেত্রী পর্ণার কাছে এসেছে থ্রেট কল। সরাসরি ফোনে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।

Zee Bangla,Bengali Serial,Serial Update,Neem Phuooler Modhu,Latest update

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখানো হবে, পর্ণা কোনোও এক অজ্ঞাত পরিচয় মানুষের থেকে একটা হুমকি ফোন পাবে। যেখানে অপর দিকের মানুষটি স্পষ্ট ছিনতাইয়ের হুমকি দেবে। এর আগে এপিসোডে দেখানো হয়েছিল ধারাবাহিকে ছিনতাইয়ের ঘটনা। সেই ঘটনার সমাধান করে পর্ণা। কিন্তু এবার দেখা যাচ্ছে, ফের ছিনতাইয়ের হুমকি এল তাঁর কাছে।

Zee Bangla,Bengali Serial,Serial Update,Neem Phuooler Modhu,Latest update

হুমকি ফোন পেয়ে রীতিমতো রেগে ওঠে পর্ণা। কিন্তু অপরপক্ষ এতটুকু বিচলিত না হয়ে বারবার হাসিমুখে থ্রেট দিতে থাকে। বলা ভালো ওপেন চ্যালেঞ্জ। এরপর ভেতরে ভেতরে খানিকটা চিন্তিত হয়ে পড়ে সেও। কিভাবে ঠেকাবে এই ছিনতাই? তার উত্তর দেবে ‘নিম ফুলের মধু’। দর্শকদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।




Leave a Reply

Back to top button