আগুনের মাঝে নিস্তেজ হয়ে পড়ল ‘ফুলকি’! পারবে রোহিত তাঁকে প্রাণে বাঁচাতে?
'ফুলকি' ধারাবাহিকের নতুন মোড়! ফুলকিকে কি প্রাণে বাঁচাতে পারবে রোহিত?

পূর্বাশা, হুগলি: ‘জি বাংলার’ জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। এক ছটফটে মেয়ের গল্প নিয়ে এই ধারাবাহিকের প্রেক্ষাপট। এই গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে বক্সিংয়ের নেশাও। একজন নামকরা বক্সিং প্লেয়ার হতে চায় আর একজন তাঁকে হাতে করে গড়ে তুলতে চায়। এমনই দুই মানুষের ঘর বাঁধার গল্প বলে ‘ফুলকি’। সম্প্রতি এই ধারাবাহিকের একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে দেখা যাচ্ছে ঘোর বিপদে পড়েছে ফুলকি। রোহিতকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে সে নিজেই মৃত্যুর মুখোমুখি।
জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে সুপার মার্কেটে আগুন লাগায় তার ভিতর আটকে পড়ে ধারাবাহিকের অভিনেতা রোহিত। ক্রমশ শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে তাঁর। এই পরিস্থিতিতে সেই স্থানে উপস্থিত হন অভিনেত্রী ফুলকি। কিন্তু স্যারকে কিভাবে বাঁচাবেন তা বুঝতে না পেরে দরজার কাঁচ
ভেঙে ভিতরে চলে আসেন। এদিকে লেলিহান শিখার মাঝে দিশেহারা ফুলকি স্যারকে আগুনের থেকে দূরে সরাতে পারলেও নিজে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন।
রোহিত ছুটে যায় ফূলকিকে প্রাণে বাঁচাতে। কিন্তু অচৈতন্য ফুলকিকে নিয়ে আগুন পেরিয়ে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় হার না মেনে ফুলকিকে কোলে নিয়েই উঠে দাঁড়ায় সে। কিন্তু সত্যিই কি পারবে রোহিত ফুলকিকে বাঁচাতে? এই প্রশ্ন ছুঁড়েই শেষ হয় ভিডিয়ো। এরপর কী হবে তা জানতে জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে দর্শকদের।