“আপনার শুধু…” ফুলকির মুখ থেকে খসলো বেফাঁস কথা! প্রত্যুত্তরে কী বলবে রোহিত?
প্র্যাকটিস করতে বেরিয়ে বেফাঁস কথা বলে ফেলল ফুলকি।

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। টিআরপি তালিকাতেও নিত্যদিন চমক দিচ্ছে এই ধারাবাহিক। ‘ফুলকি’ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র ফুলকি চায় বক্সিং শিখতে। তাঁকে হাতেকলমে সেই পথে নিয়ে যেতে চায় তাঁর স্যার ওরফে তার স্বামী রোহিত। রোহিতের অতীত বক্সিং-এর সঙ্গে জড়িত। এমন কিছু ঘটনা আছে যা সে ভুলতে পারেনা। এদিকে ভাগ্যের টানে ‘ফুলকির’ সঙ্গে বিয়ে হয় রোহিতের। দুজনের সম্পর্ক যখন ভালো দিকে মোড় নিচ্ছিল, তখনই রোহিতের জীবনে ফিরে আসে তাঁর প্রাক্তন স্ত্রী শালিনী।
রোহিতের জন্মদিনের পার্টিতে শালিনীর আগমণে সবাই চমকে যায়। পাশাপাশি বিরক্ত হয় ফুলকিও।
মনে মনে ‘স্যার’ কে ভালোবাসা ফুলকে রোহিতকে শালিনীর থেকে দূরে রাখতে চায়। এরইমধ্যে বক্সিং
শেখার প্রাথমিক প্রশিক্ষণ হিসেবে দৌড় শুরু করে ফুলকি। সকাল বেলায় রাস্তায় বেরিয়ে ফূলকিকে প্র্যাকটিস শুরু করায় রোহিত।
আর তখনই কথায় কথায় ফুলকি বলে ফেলে “স্যার আপনি তো জানেন পুরনো কথা মনে পড়লে আপনার কষ্ট হয়। তবুও আপনার শুধুই সেদিকে টান।” কথাটা যে শালিনীকে উদ্দেশ্য করে বলা, তা বুঝতে বাকি থাকে না রোহিতের। সে মনে মনে আশঙ্কা প্রকাশ করে যে শালিনীর বিষয়ে কেন ফুলকির মনে এত হিংসা! অন্যদিকে বেঁফাস মন্তব্য করে ফেলেছে বুঝেই দৌড় প্র্যাকটিস শুরু করে দেয় ফুলকি।