মিডিয়ার সামনে মুখ খোলার খেসারত ভুগতে হবে ফুলকিকে? নতুন মোড়ে দাঁড়িয়ে ফুলকির জীবন!

মিডিয়ার সামনে মুখ খোলায় কি অপেক্ষা করছে ফুলকির জন্য?

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে এবার নতুন মোড়। ফুলকির জীবনে নতুন ঝড় সামলে উঠতে পারবে সে? একটি ছবি নিয়ে চরম জটিলতা চলে চারিদিকে। মিডিয়ার সামনে মুখ খোলে ফুলকি। আর তারপরেই নতুন বিপদ! পরিবারের সকলে বলে ফুলকির এ কাজ ভুল। কিন্তু ফুলকি সকলকে বোঝায় যে কেন সে মিডিয়ার সামনে মুখ খুলতে বাধ্য হয়েছিল।

Zee Bangla,TV Serial,Bengali Serial update,Phulki

ফুলকির কথায় পরিবারের জ্যেষ্ঠ কর্তা মানলেও অন্যরা দোষের আঙুল তোলে। ফুলকির স্যার অর্থাৎ রোহিত তাঁকে যথেষ্ট বকাবকিও করে। তবু সবটাই মাথা পেতে মেনে নেয় ফুলকি। কিন্তু কথাবার্তা পর্বেই পরিবারের জ্যেষ্ঠ কর্তার স্ত্রী বলে ওঠেন, এ সংসার এবার ভাঙবে। যা শুনে হতচকিত হয়ে যায় ফুলকি। সংসারকে অটুট রাখতে এবার কী করা উচিত তাঁর?

Zee Bangla,TV Serial,Bengali Serial update,Phulki

জীবনের নতুন মোড়ে দাঁড়িয়ে ফুলকির পরিবার ও জীবন। অন্যদিকে তাঁর কেরিয়ার ও বক্সিং। সব সামলে কিভাবে এগিয়ে চলবে সে? রোহিত কী সবটা বুঝে থাকবে তাঁর পাশে? নাকি এ লড়াই একা ‘ফুলকি দাসের’? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।




Leave a Reply

Back to top button