বক্সিং ভুলে এবার রহস্য সমাধানে নামল জি বাংলার ‘ফুলকি’! নিখোঁজ জ্যোতিকে কোন পথে খুঁজবে সে?
জ্যোতির নিখোঁজ রহস্য কি সমাধান করতে পারবে ফুলকি?

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে এবার নতুন মোড়। বক্সিং ভুলে রহস্য সমাধানে নামল নায়িকা। হঠাৎ করেই নিখোঁজ হয়েছে ফুলকির জ্যোতিদিদি। কোথায় গিয়েছে সে? তা সবার অজানা। যেন হঠাৎ করেই উবে গিয়েছে জ্যোতি! ঘটনাটি জানার পরই উদ্বিগ্ন হয়ে পড়ে ফুলকি। কিভাবে জ্যোতিকে খুঁজে পাওয়া যায়, তা ভাবতে থাকে সে।
সকলকে এ বিষয়ে প্রশ্ন করলে ফুলকি জানতে পারে জ্যোতি যার সঙ্গে সম্পর্কে ছিল সেই ছেলেটির
প্রত্যেক প্রেমিকাই আশ্চর্যভাবে নিখোঁজ হয়ে যায়।
কিন্তু এও কী সম্ভব! প্রশ্ন দানা বাঁধতে থাকে ফুলকির মনে। ছেলেটির ছবি দেখার পর তাঁর মনে চেপে বসে আরও সন্দেহের বীজ। কিভাবে মিলবে জ্যোতির খোঁজ? বারবার নানান ভাবে ভাবতে থাকে সে। এর মধ্যে রোহিত বিষয়টি জানতে পারলে সে ফূলকিকে বলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ফুলকির কাছে নেই। তাই সে এ বিষয়ে নিয়ে বেশি তলিয়ে না ভাবে।
রোহিত ফুলকিকে বলে জ্যোতিকে খুঁজে বের করা পুলিশের কাজ। ফুলকির নয়। তাই যার যা কাজ তাকে সে কাজ করতে দেওয়া উচিত। কিন্তু এ কথায় মন মানতে চায়না ফুলকির। সে মনে মনে ভাবতে থাকে কিভাবে জ্যোতিকে খুঁজে পাওয়া সম্ভব। এরপর গল্প কোন দিকে গড়াবে তা পরবর্তী এপিসোড থেকে জানা যাবে। শেষমেশ কি জ্যোতিকে খুঁজে বের করতে পারবে ফুলকি? জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।