আয়নার সামনে খোঁপা করে টিপ পরে দাঁড়িয়ে ‘রাঙা বউয়ের’ নায়ক! ছবি দেখে হাঁ অনুরাগীরা…
হঠাৎ ভোল বদলে ফেললেন 'রাঙা বউ'য়ের নায়ক! হল টা কী?

পূর্বাশা, হুগলি: রাতারাতি ভোল বদলে ফেললেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’য়ের নায়ক। লাল শাড়ি, মাথায় খোঁপা, কপালে টিপ। খোঁপার পাশে উঁকি দিচ্ছে হলুদ রঙের ফুল। ঠোঁটে টকটকে লিপস্টিক, চোখে কাজল। অভিনেতার এই লুক দেখে ঠাহর করা দায় যে তিনি আসলে কে। আয়নার সামনে দাঁড়িয়ে তোলা সেলফি দেখে রীতিমতো ঘোল খেয়ে গেছেন দর্শকেরা।
‘রাঙা বউ’ গল্পের ধারা বদল হতে চলেছে। আর তাই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সিদ্ধান্তে বউ সাজতে হয়েছে ‘রাঙা বউ’ অভিনেতা প্রিতম দাস কে। ছবিটি প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, সিরিয়ালের নায়িকা পাখি তাঁর বোনের সঙ্গে বিয়ে দিতে চান প্রিতমের। আর তাই বিয়ে থেকে পালাতে ‘বউ’ সেজেছেন তিনি। তাঁর এই নতুন লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নতুন লুকে নিজেকে দেখে কার্যতই খুশি অভিনেতা প্রিতম দাস।
ইতিমধ্যে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির তালিকায় জায়গা করে নিয়েছে ‘রাঙা বউ’। অভিনেত্রী শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরির জুটি মনে ধরেছে দর্শকদের। এর মধ্যে ধারাবাহিকের দর্শকদের জন্য আসতে চলেছে নতুন চমক। তার আভাস আগের থেকেই দিয়ে রাখলেন অভিনেতা প্রীতম দাস।