‘রাঙা বউ’ ধারাবাহিকের রহস্য উদঘাটন পর্ব! মালবিকাকে সমস্ত সত্যি জানাল পাখি
মালবিকাকে আসল সত্যি জানাল 'রাঙাবউ' পাখি।

পূর্বাশা, হুগলি: জি বাংলার ‘রাঙা বউ’ সিরিয়ালে এবার খোলসা হল রহস্য। মালবিকাকে সমস্ত সত্যি জানাল পাখি। বেশ কিছু দিন ধরেই দোটানা চলছে
ধারাবাহিকের পর্বে। ‘রাঙাবউ’ পাখির বরকে নিজের স্বামী রকি ভেবে বসে মালবিকা। কিন্তু আসল সত্যি কী? মালবিকা কী কুশের প্রথম বউ? ক্রমশ ঘনীভূত হতে থাকে রহস্য। কিন্তু সব রহস্য এবার নিজে সলভ করেছে পাখি।
রকি ও কুশ যে আলাদা দুজন তা রাঁচি পৌছে জানতে পারে পাখি। এমনকি রকি যে কুশের জমজ ভাই, সে তথ্যও জানতে পারে সে এবং মালবিকাকে সবটা বলে ধাপে ধাপে। কুশ যে মালবিকার স্বামী নয়, তাও খোলসা করে পাখি। রাঁচির ঘটনা, খোঁজ পাওয়া সূত্র উপস্থাপন করে একে একে মালবিকাকে বোঝাতে থাকে সে। এর পর কি মালবিকা তাঁকে বিশ্বাস করবে? জানতে উদগ্রীব দর্শক।
প্রসঙ্গত, জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিক সাপ্তাহিক টিআরপি তালিকাতেও বেশ ভালো স্কোর করছে। নিত্য নতুন রহস্য জমতে থাকায় এই ধারাবাহিকের প্রতি ক্রমশ আকর্ষণ বাড়ছে দর্শকের। যার ফলে অন্যান্য সিরিয়ালগুলিকে টপকে ছক্কা হাঁকাচ্ছে ‘রাঙাবউ’।