বড়সড় চাকরির সঙ্কট পাকিস্তানে, পিওনের কাজে আবেদন ১৫ লক্ষের বেশি বেকারের
করোনা মন্দার ছাপ শুধু ভারতে নয় পড়েছে গোটা বিশ্বেই। এই মন্দা দশার কারণেই নাজেহাল অবস্থা প্রতিবেশী দেশ পাকিস্তানেরও। হু হু করে বাড়ছে বেকারত্বের হার। পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকসের পরিসংখ্যান বলছে বর্তমানে সেদেশে বেকারত্বের হার পৌঁছেছে ১৬ শতাংশে। এমনকী বর্তমানে দেশের ২৪ শতাংশ শিক্ষিত যুবকই বেকার। এবার তারই প্রতিফলন দেখা গেল সরকারি চাকরির আবেদেন।
সূত্রের খবর, সম্প্রতি পিওনের কাজের জন্য চাকরির জন্য নোটিফিকেশন জারি করেছিল ইমরান সরকার। আর তাতেই জমা পড়ল ১৫ লক্ষের বেশি আবেদন। চাকুরি প্রার্থীদের মধ্যে রয়েছেন হাজার হাজার স্নাতকোত্তর, এম.ফিল এমনকী পিএইচডি ড্রিগাধারীরা। এদিকে গ্রুপ ডি-র ওই পদে কাজের জন্য যোগ্যতা স্কুল পাশ হলেই চলে। অকালের বাজারে বেকারদের এই করুণ অবস্থা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
এদিকে শুধু করোনাকালে নয়, মসনদে বসার পর থেকেই বেকারদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে ইমরান প্রশাসন। যা নিয়ে বারেবারে সমালোচনাও হয়েছে বিভিন্ন মহলে। কিন্তু তারপরেও বদলায়নি অবস্থা। পরবর্তীতে করোনা কাঁটায় আরও সঙ্গীন হয়ে যায় গোটা পরিস্থিতি।এমনকী বর্তমানে যত সংখ্যক আবেদনকারী পিওনের কাজের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ারিং পাশ পড়ুয়াও রয়েছেন বলে জানা যাচ্ছে।
এদিকে পাকিস্তানের স্ট্যাটিস্টিকস ব্যুরোর (পিবিএস) লেবার ফোর্স সার্ভের (এলএফএস) রিপোর্ট বলছে ২০১৭-১৮ অর্থবর্ষে পাকিস্তানের বেকারত্ব ৫.৮ শতাংশ ছিল।২০১৮-১৯ সালে তা বেড়ে ৬.৯ শতাংশে পৌঁছে যায়।চলতি অর্থবর্ষে তা ছুঁয়ে ফেলেছে ১৬ শতাংশের গণ্ডি। আর এখানেই নতুন করে বাড়ছে উদ্বেগ। যদিও এই বিষয়ে মনুখে কুলুপ এঁটেছেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী ইমরান খান।