Ancient Temple: বিশ্ব ইতিহাসে নয়া মোড়! সৌদি আরবের মাটি থেকে উদ্ধার ৮০০০ বছর পুরানো মন্দির

কোনও নতুন সভ্যতার জন্ম, আবার অন্য সভ্যতার উত্থানের জেরে পুরানো সভ্যতার ( Civilization ) ধ্বংস। বিশ্বের ইতিহাসের ( World History ) দিকে তাকালে এমন নজির একাধিক দেখা যাবে। বিশ্ব ইতিহাসের পাতা ঘুরে দেখলে দেখা যাবে, অতীতে বিভিন্ন সভ্যতার  মানুষ  নিজেদের সভ্যতাকে শ্রেষ্ঠ হিসাবে স্থাপন করার উদ্দেশ্যে যুদ্ধে মেতে উঠত। যার জেরে এই ধরিত্রী বুক থেকে যে কত সভ্যতার বিনাশ ঘটেছে তার হয় তো হিসাব নেই। সেই কারণেই মাটি খুঁড়লে আজও বহু জায়গায় উঠে অতীতের সেই ধ্বংস হয়ে যাওয়া পাতাগুলি। 

পূর্বে নাকি হিন্দু সভ্যতার বিকাশ ছিল দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে। এদিকে এশিয়া মহাদেশের বিস্তীর্ণ জায়গা সহ মধ্য প্রাচ্যের বহু এলাকাই হিন্দু সভ্যতার অন্তর্গত ছিল। কিন্তু প্রকৃতির নিয়মে ধীরে ধীরে সেই এলাকা অন্য সভ্যতার ঘর হয়ে ওঠে। একটা সময় মধ্য প্রাচ্য থেকে হারিয়ে যায় হিন্দুরা। স্থাপিত হয় এক নতুন সভ্যতার। যা আজ মানুষের সামনে অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে। কিন্তু সভ্যতা শেষ হয়ে গেলেও তা কখনই এই বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে না। মাটির গভীর তলে চিরকাল বেঁচে থাকে সেই এলাকা ও সভ্যতাকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পকর্মগুলি।

উল্লেখ্য, সৌদি আরবে একদল বিজ্ঞানী ৮০০০ হাজার পুরানো এক মন্দিরের ( 8000 Years Old Temple ) সন্ধান পেয়েছেন। প্রত্নতত্ব বিভাগের খনন কার্য চলার কালে মাটির নীচে সেই হাজার হাজার বছর আগের মন্দিরের সন্ধান পান তাঁরা। জানা গিয়েছে,যে স্থান থেকে এই ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে সেটি রিয়াদের দক্ষিণে। মন্দিরের ধ্বংসাবশেষ থেকে সেকালের মানুষের পুজো করার আচার আচরণ সম্পর্কেও খানিকটা ধারণা পাওয়া গিয়েছে। গবেষকদের মতে, তুওয়াইক পর্বতের পাশে অবস্থিত এই মন্দিরের নাম রক কাট। তবে শুধুই মন্দির নয়, সঙ্গে মিলেছে ২৮০৭টিরও বেশি কবর। তাছাড়াও সেই মন্দির থেকে মিলেছে কিছু প্রাচীন শিলালিপি। যা ইতিমধ্য়ে বার্তা উদ্ধারকার্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

old temple1

প্রসঙ্গত, সৌদি আরবের হেরিটেজ কমিশন এই গোটা খননকার্যের দায়িত্ব ছিল। ইতিমধ্য়ে কমিশনের পক্ষ থেকে সেই এলাকায় আরও কিছু দল পাঠানো হয়েছে। তবে গভীর খননের মধ্যে দিয়ে শুধুই যে মন্দিরের সন্ধান মিলেছে এমনটা নয়। মানবসভ্যতার ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এক সভ্যতার অস্তিত্ব পাওয়া গিয়েছে এদিন। এই এলাকায় খননের মাধ্যমে হাজার হাজার বছর পুরানো নিওলিথিক মানুষদের ধ্বংসাবশেষও মিলেছে। 

 




Back to top button