বিসিসিআই-র নতুন জেনারেল ম্যানেজার কে হচ্ছেন, নতুন মুখ নিয়ে জোর চর্চা ক্রিকেট পাড়ায়

রাজকুমার মণ্ডল, কলকাতা : গুঞ্জন ছিলোই। বিসিসিআই -‌এর নতুন জেনারেল ম্যানেজারের (‌ Abey Kuruvilla )‌ পদ বেশ কিছুদিন ধরেই ফাঁকা। অবশেষে  সব জল্পনার অবসান। বিসিসিআই-এর নতুন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ আবে কুরুভিল্লার। ভারতের প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই-‌এর নতুন জেনারেল ম্যানেজারের দায়িত্বে। প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা (‌ Abey Kuruvilla )‌, যিনি গত বছর সিনিয়র জাতীয় নির্বাচক নিযুক্ত হয়েছিলেন। ধীরজ মালহোত্রা পদত্যাগ করার পর আবে ইস্তফা দেওয়ার পর নতুন জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) হিসাবে দায়িত্ব নেবেন, তা নিয়ে চর্চা চলছিলোই। প্রসঙ্গত ধীরজ মালহোত্রা দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে কয়েক মাস আগে পদত্যাগ করেছিলেন।Abey Kuruvilla

ধীরজ মালহোত্রা পদত্যাগ করার পর থেকেই বিসিসিআই-এর জেনারেল ম্যানেজারের পদ এত দিন ফাঁকা থাকার পর, স্থলভিসিক্ত করা হল প্রাক্তন ফাস্টবোলার আবে কুরুভিল্লাকে (‌ Abey Kuruvilla )‌ । আরও বড় দায়িত্ব পেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন জেনারেল ম্যানেজার হলেন প্রাক্তন ক্রিকেটার। বিসিসিআই-এর তরফে এমনটাই জানা গিয়েছে। প্রাক্তন ফাস্টবোলার কুরুভিল্লা মূলত ডানহাতি ফাস্ট মিডিয়াম পেসার ছিলেন। লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন। ভারতীয় দলের হয়ে ১০টি টেস্ট খেলেছিলেন তিনি।

আরো পড়ুন ইউক্রেন আক্রমণে নিষোধাজ্ঞা চীনের, বেজিং অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ

পশ্চিম অঞ্চল নির্বাচকের পদ দাবি করার জন্য অজিত আগরকারের নাম প্রস্তাব করেছিলেন কুরুভিল্লা। আবেকে পদত্যাগ করতে হয়েছিল কারণ সংবিধানে বলা হয়েছে যে কোনও জাতীয় নির্বাচক (জুনিয়র বা সিনিয়র) পাঁচ বছরের বেশি সময় ধরে এই পদে থাকতে পারবেন না। কুরুভিলাকে নিয়োগ করার সময়, বিসিসিআই বিবেচনা করেনি, কুরুভিল্লা (‌ Abey Kuruvilla )‌  জুনিয়র জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে চার বছর পূর্ণ করেছেন ইতিমধ্যে। তাই তার কাছে পড়ে রয়েছে আর এক বছর। ভারতের হয়ে খেলা ক্রিকেটার কুরুভিল্লার বিসিসিআই -‌এর নতুন জেনারেল ম্যানেজারের পদে নিয়োগ অনুমোদিত হয় বিসিসিআই-এর এপেক্স কাউন্সিলের বৈঠকেই।




Leave a Reply

Back to top button