অলরাউন্ডারের একি অবস্থা ! তবে কি আর খেলতে পারবেন না বিশ্বকাপে
চোট পাওয়ার ফলে দলকে বিপদের মুখে ঠেলে দিলেন না তো? পরের ম্যাচ কি আদৌ খেলা হবে তার ?

তাকে এককথায় সকলেই চিনেছে অলরাউন্ডের হিসাবে। বোলিং হোক কি ব্যাটিং সবেতেই তার জুরি মেলা ভার। তবে এবার অনেক বিপদের সম্মুখীন তিনি নিজেই। তিনি আরো কেউ নন, হার্দিক পান্ডিয়া।
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল ধরতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়। মনে করা হয়েছিল আগামী রবিবার দলে ফিরবেন তিনি। গত রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। লখনউয়ে হবে সেই ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার মুম্বইয়ে খেলবে ভারত। এই দু’টি ম্যাচে খেলতে পারবেন না হার্দিক।
ভারতের পরের ম্যাচটি ৫ নভেম্বর। সেই ম্যাচে হার্দিক নিজের ফর্মে ফিরতে পারেন বলে এখনো জল্পনা চলছে । জাতীয় অ্যাকাডেমিতে এখনও বল করতে শুরু করেননি তিনি। বেঙ্গালুরুতেই আছেন হার্দিক। সুস্থ হওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন।
দলের সকলের বক্তব্য অনুসারে জানা গেছে, তারা হার্দিককে নিয়ে কোনো ভুল ডিসিশন নিতে চাননা তার জন্য প্রয়োজনে তারা অপেক্ষা করবে। শর্মা বলেছেন , পর পর পাঁচটি ম্যাচ জিতে সেমিফাইনালেও নিজেদের জায়গা করে নিতে পারবে বলে ভাবছে। তবে , হার্দিকের জন্য সেমিফাইনালের মতো বড় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলে রাজি ভারত।
গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক চোট পেয়ে পরে যান। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। ওই ম্যাচে আর বল করতে পারেননি তিনি।
সেই সময় ওভারের তিনটি বল বাকি ছিল। বিরাট কোহলি ওই তিনটি বল করেছিলেন। নিউ জ়িল্যান্ড ম্যাচে হার্দিকের বদলে দলে নেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। যিনি ৫ টি উইকেট নিয়েছিলেন।