সৌন্দর্যের নিরিখে যেকোনো বলিউডি নায়িকাকে টেক্কা দেবে এই ৭ আফগান সুন্দরী!

নারী-স্বাধীনতা থেকে নারীশিক্ষা, সবক্ষেত্রেই বেশ পিছিয়ে রয়েছে আফগানিস্তান। তালিব-রাজ পুনরায় শুরুর পর থেকেই চালু হয়েছে শরিয়া আইন। তালিবানি ফতোয়া মেনে একরকম ঘরবন্দি আফগান মহিলারা। যদিও সৌন্দর্যের দিক থেকে আফগান মহিলারা যে বলে বলে দশ গোল দেবে বিশ্বের যে কোনো নায়িকাকে, তা বলাই বাহুল্য। আজ সেই আফগান সুন্দরীদের মধ্যে কিছু বিশেষ মহিলাদের ছবি তুলে ধরব আপনাদের সামনে।

১) মেজগান হুসেইনি (Mezhgan Hussainy) 

Afghanistan,Taliban,Afghan,আফগান সুন্দরী,Kabul,আফগানিস্তান,কাবুল,তালিবান,মেজগান হুসেইনি,Mezhgan Hussainy,সীতা কাসেমি,Seeta Qasemi,মেহরংগেজ,Mehrangez,অ্যানি মারি খান,Anne Marie Khan,মরিয়ম মরিদ,Mariom Marid,ভিদা সামাদজাই,Vida Samadzai,আজিতা ঘনিজাদা,Azita Ghanizada

আফগানিস্তানের সুন্দরীদের নিয়ে কথা উঠলে প্রথমেই নাম আসে ইরানি নারী মেজগান হুসেইনির। আমেরিকা’স গট ট্যালেন্ট, আমেরিকান আইডল: দ্য সার্চ ফর এ সুপারস্টার এবং দ্য এক্স ফ্যাক্টরের মতো একাধিক রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছেন মেজগান। আমেরিকান আইডলের বিচারক সাইমন কয়েলের সঙ্গে সম্পর্কে জড়ালেও শীঘ্রই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন মেজগান।

২) সীতা কাসেমি (Seeta Qasemi) 

Afghanistan,Taliban,Afghan,আফগান সুন্দরী,Kabul,আফগানিস্তান,কাবুল,তালিবান,মেজগান হুসেইনি,Mezhgan Hussainy,সীতা কাসেমি,Seeta Qasemi,মেহরংগেজ,Mehrangez,অ্যানি মারি খান,Anne Marie Khan,মরিয়ম মরিদ,Mariom Marid,ভিদা সামাদজাই,Vida Samadzai,আজিতা ঘনিজাদা,Azita Ghanizada

আফগানিস্তানের জনপ্রিয় গায়িকা তথা গীতিকার হলেন সীতা কাসেমি। ২০০৮ সালে আফগান সঙ্গীত জগতে ধূমকেতুর মতো উঠে আসেন সীতা। মূলত পশতুন ও দারি ভাষায় গান করেন সীতা। বর্তমানে জার্মানির বাসিন্দা কাসেমি।

৩) মেহরংগেজ (Mehrangez) 

Afghanistan,Taliban,Afghan,আফগান সুন্দরী,Kabul,আফগানিস্তান,কাবুল,তালিবান,মেজগান হুসেইনি,Mezhgan Hussainy,সীতা কাসেমি,Seeta Qasemi,মেহরংগেজ,Mehrangez,অ্যানি মারি খান,Anne Marie Khan,মরিয়ম মরিদ,Mariom Marid,ভিদা সামাদজাই,Vida Samadzai,আজিতা ঘনিজাদা,Azita Ghanizada

মেহরংগেজ একজন জনপ্রিয় আফগান গায়িকা। মাত্র ৭ বছর বয়সে পারিবারিক, সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন স্কুল ইভেন্টে গান গাওয়া শুরু করেন তিনি। পরবর্তীতে বহু বিশিষ্ট আফগান শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। সুরের পাশাপাশি তাঁর রূপের কল্যাণে আন্তর্জাতিক স্তরে পরিচিতি রয়েছে মেহরংগেজের।

৪) অ্যানি মারি খান (Anne Marie Khan)

Afghanistan,Taliban,Afghan,আফগান সুন্দরী,Kabul,আফগানিস্তান,কাবুল,তালিবান,মেজগান হুসেইনি,Mezhgan Hussainy,সীতা কাসেমি,Seeta Qasemi,মেহরংগেজ,Mehrangez,অ্যানি মারি খান,Anne Marie Khan,মরিয়ম মরিদ,Mariom Marid,ভিদা সামাদজাই,Vida Samadzai,আজিতা ঘনিজাদা,Azita Ghanizada

আফগানিস্তানের সুন্দরী মডেলদের মধ্যে একজন অ্যানি মারি খান। নাদিয়ান মডেল এবং লেখক হিসেবে বিশ্বজোড়া পরিচিতি তাঁর। সূত্রের খবর, মারির বাবা আফগান এবং মা শ্রীলঙ্কান। আফগান শো -ক্যারাভান টিভিতে সাক্ষাৎকার সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে বারংবার মডেলিংয়ের প্রস্তাব পাওয়ার দরুণ ধীরে ধীরে গ্ল্যাম-দুনিয়ায় মাথা গলান এই আফগান-কন্যা।

৫) মরিয়ম মরিদ (Mariom Marid) 

Afghanistan,Taliban,Afghan,আফগান সুন্দরী,Kabul,আফগানিস্তান,কাবুল,তালিবান,মেজগান হুসেইনি,Mezhgan Hussainy,সীতা কাসেমি,Seeta Qasemi,মেহরংগেজ,Mehrangez,অ্যানি মারি খান,Anne Marie Khan,মরিয়ম মরিদ,Mariom Marid,ভিদা সামাদজাই,Vida Samadzai,আজিতা ঘনিজাদা,Azita Ghanizada

লাস্য ও অপূর্ব দেহাবয়বের সংমিশ্রণ হলে যা হয়, তা এই সুন্দরী আফগান অভিনেত্রী মরিয়ম মরিদ। সত্তরের দশকের শেষের দিকে আফগানিস্তানের সংগীতের স্বর্ণযুগের প্রবীণ গায়ক আহমদ মরিদের কন্যা মরিয়ম। তবে শুধুমাত্র গলা নয়, মূলত আকর্ষণীয় চেহারার জন্যই নামডাক মরিদের।

৬) ভিদা সামাদজাই (Vida Samadzai) 

Afghanistan,Taliban,Afghan,আফগান সুন্দরী,Kabul,আফগানিস্তান,কাবুল,তালিবান,মেজগান হুসেইনি,Mezhgan Hussainy,সীতা কাসেমি,Seeta Qasemi,মেহরংগেজ,Mehrangez,অ্যানি মারি খান,Anne Marie Khan,মরিয়ম মরিদ,Mariom Marid,ভিদা সামাদজাই,Vida Samadzai,আজিতা ঘনিজাদা,Azita Ghanizada

সৌন্দর্যের দিক থেকে আফগানদেরও টেক্কা দেবে পশতুন অভিনেত্রী ভিদা সামাদজাই। প্রথম আফগান নারী হিসেবে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভিদা। মিস ওয়ার্ল্ড হওয়ার দৌড়ে লাল বিকিনি পরায় ভিদাকে নিয়ে চরম বিতর্ক তৈরি হয় আফগানিস্তানে। একদা ভারতীয় রিয়েলিটি শো বিগ বসের ৫ম সিজনেও অংশগ্রহণ করেন তিনি।

৭) আজিতা ঘনিজাদা (Azita Ghanizada)

Afghanistan,Taliban,Afghan,আফগান সুন্দরী,Kabul,আফগানিস্তান,কাবুল,তালিবান,মেজগান হুসেইনি,Mezhgan Hussainy,সীতা কাসেমি,Seeta Qasemi,মেহরংগেজ,Mehrangez,অ্যানি মারি খান,Anne Marie Khan,মরিয়ম মরিদ,Mariom Marid,ভিদা সামাদজাই,Vida Samadzai,আজিতা ঘনিজাদা,Azita Ghanizada

আজিতা ঘনিজাদা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত। একজন আফগান আমেরিকান অভিনেত্রী হিসেবে বেশ নামডাকও রয়েছে তাঁর। বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেই সোশ্যাল দুনিয়ায় বেশ পরিচিত আজিতা।




Back to top button