ভারতেই রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আত্মীয়? রহস্যের জট ছড়ালেন খোদ মোদী
মার্কিন সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে করেছেন বেশ ভারী বিষয় নিয়ে বৈঠক। তারইমধ্যে এদিন মোদী-বাইডেন বৈঠকের মধ্যে দেখা গেছে হালকা হাসাহাসি। বাইডেন এবং মোদী দুটি চেয়ারে পাশাপাশি বসার পর বাইডেন বলেন, আজ যেখানে ভারতের প্রধানমন্ত্রী বসেছেন, সেখানে প্রতিদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট বসেন। যিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা একজন নামকরা বৈজ্ঞানিক।
আবার তেমনি সৌজন্য ফিরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৩ সালে বাইডেন প্রথম ভারত সফরে এসে জানিয়েছিলেন, তাঁর এক দূর সম্পর্কের আত্মীয় মুম্বাইয়ে ছিলেন। তারও কয়েকবছর পরে তিনি একথা জানান যে, এখনও পাঁচজন বাইডেন(পদবির) মুম্বাইয়ে আছেন, যাঁদের সঙ্গে তাঁর পারিবারিক যোগ রয়েছে।
এদিন আবার বৈঠকের শুরুতেই বাইডেন আত্মীয়র প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেন, “আপনি আমাকে বলেছিলেন, ভারতে আপনার পদবির কিছু ব্যাক্তি রয়েছেন যারা আপনার সঙ্গে সম্পর্কিত। আমি বিষয়টি নিয়ে খোঁজ করেছি, কিছু কাগজও সঙ্গে এনেছি, যদি আপনার কাজে লাগে।
এই পরিপ্রেক্ষিত সহাস্য বাইডেন মোদীকে বলেন, “আমরা কি তাহলে সম্পর্কিত?” এই প্রসঙ্গে মোদী হেসে বলেন, “নিশ্চয়ই।”