‘নাশকতা করে সরকার উৎখাতের চেষ্টা’, বাংলাদেশের বিএনপি-কে জঙ্গী সংগঠন আখ্যা কানাডার আদালতের

আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আগে কানাডার আদালতের এই রায় বিএনপি-র কাছে বড় ধাক্কা

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-কে জঙ্গী সংগঠন আখ্যা দিল কানাডার একটি ফেডারেল আদালত। রায়ে আদালত জানিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে সরাতে বলপ্রয়োগ এবং সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বিএনপি। আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আগে কানাডার আদালতের এই রায় বিএনপি-র কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়ে সে দেশের আদালতে আবেদন করেছিলেন খালেদা জিয়ার বিএনপি দলের সদস্য মোহম্মদ জিপসেদ ইবনে হক। তাঁর দাবি ছিল, বাংলাদেশে তাঁর উপর প্রতিহিংসা মূলক রাজনীতি করছে শাসকদল আওয়ামি লিগ। উল্লেখ্য, জিপসেদ ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন। ২০১৩ সালে স্টুডেন্ট ভিসায় তিনি কানাডায় যান। ২০১৫ সালে ফের বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু মাত্র ২ মাস পর ফের কানাডা চলে যান।

Bangladesh,BNP,Canada,Canada Court,Terror Outfit

সেই মামলার শুনানিতেই আদালত বলে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে উৎখাত করতে বলপ্রয়োগ এবং সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বিএনপি। এরপরই খালেদা জিয়ার সরকারকে জঙ্গী সংগঠন আখ্যা দেয় আদালত। পাশাপাশি বিএনপি সদস্যের ‘রাজনৈতিক আশ্রয়’-এর আর্জিও খারিজ করে দেওয়া হয়।

আদালতের রায়ে বলা হয়, ‘কানাডার অভিবাসন এবং উদ্বাস্তু সুরক্ষা আইনের ৩৪ নম্বর ধারার অধীনে আবেদনকারী কানাডায় বসবাসের অযোগ্য’। এই ধারার অধীনে, যে সব ব্যক্তি সরকারের বিরুদ্ধে প্ররোচনা, ষড়যন্ত্র, বলপ্রয়োগের মতো ঘটনার সঙ্গে জড়িত তাদের কানাডায় আশ্রয় দেওয়া হয় না।

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও পাঁচ বার বিএনপি-কে ‘জঙ্গী সংগঠন’ আখ্যা দিয়েছিল কানাডার আদালত। কানাডার অভিবাসন কর্তৃপক্ষও বিএনপি-কে জঙ্গী সংগঠন আখ্যা দেওয়ার পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে বলে মনে করছে। একই কারণ দেখিয়ে ২০১৮ সালে মাসুদ রানা এবং ২০২২ সালে সেলিম নামের দুই বিএনপি কর্মীরও আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।




Leave a Reply

Back to top button