ছিলেন অভিনেত্রী, হলেন অভিনেতা! রূপান্তরকামী এলিয়টের সিক্স প্যাকের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
‘জুনো’, ‘ইনসেপশন’, ‘দা আমব্রেলা একাডেমি’ এর মতো একাধিক জনপ্রিয় হলিউড সিনেমার অভিনেত্রী তিনি। এমনকি অভিনয়ের দক্ষতায় অস্কারের জন্য মনোনীত হয়েছেন। গত ডিসেম্বরে এই কানাডিয়ান অভিনেত্রী এলেন পেজ নিজের সত্তা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জানান যে তিনি আর নারী নেই, তিনি রূপান্তরকাম। নিজের নামও বদলে ফেলেছেন তিনি। এলেন পেজ থেকে নিজের নাম পরিবর্তন করে রেখেছেন এলিয়ট পেজ (Elliot Page)।
ট্রান্সজেন্ডার সার্জারি করার পর থেকেই তিনি নিজের ফিটনেসে অনেক বেশি মনোযোগ দিচ্ছেন। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে সিক্স প্যাক অ্যাবসের ছবি শেয়ার করেছেন। ৩৪ বছরের ইলিয়টের প্রেম এবং ব্যক্তিগত জীবন খুব আকর্ষণীয়। ট্রান্সজেন্ডার হওয়ার কথা স্বীকার করার আগে এলিয়ট বলেছিলেন যে তিনি সমকামী এবং তিনি ২০১৮ সলে এমা পার্টনারকে বিয়ে করেছিলেন। এরপর, ২০২০ সালের মে মাসেই তাদের বিবাহ বিচ্ছেদের খবর আসে।
২০২০ সালের ডিসেম্বরে পেজ ইনস্টাগ্রামে ঘোষণা করেছিলেন যে তিনি ট্রান্সজেন্ডার। ইলিয়াডের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন এমা। বর্তমানে দুজনে স্বামী স্ত্রী না হলেও বেশ ভালো বন্ধু। তবে ব্যক্তিগত জীবনের উত্থান-পতন দেখার পরেও, ইলিয়াড পেজ তার ক্যারিয়ার সম্পর্কে খুবই আশাবাদী। তাছাড়া তিনি একজন অভিনেতা হিসেবেই নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চান।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এখন আমার শরীর নিয়ে সম্পূর্ণ খুশি। আমি এখন অভিনয় নিয়ে খুব উত্তেজিত। যদিও গত কয়েকবছর আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে এখন আমি ভিতর থেকে খুব ইতিবাচক অনুভব করতে পারছি। তাই বাইরের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করছি।’
পেজ বর্তমানে নেটফ্লিক্সের সুপার হিরো ‘দি আআমব্রেলাএকাডেমির’ তৃতীয় সিজনের কাজ করছেন তিনি। ট্রান্সজেন্ডার সার্জারির পর তাকে প্রথমবার অভিনেতা হিসেবে দেখা যাবে। টাইম ম্যাগাজিনের সাথে কথোপকথনে এলিয়ট পেজ বলেছিলেন, তিনি জানতেন যে কিছু লোক তার সিদ্ধান্তকে সমর্থন করবে। আবার কিছু লোক তাকে ঘৃণা করবে।
তবে তিনি এও বলেছিলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না যে এটি সারা বিশ্বে এত বড় খবর হয়ে উঠবে।’ প্রসঙ্গত নিজেকে ট্রান্সজেন্ডার ঘোষণার পর ২০ টিরও বেশি দেশে ট্রেন্ডিং হতে শুরু করেছিলেন এলিয়ট। তার ইনস্টাগ্রামে একদিনে ৪ লক্ষ্য ফলোয়ার বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে এলিয়ট বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রান্সজেন্ডার অভিনেতা হিসেবে পরিচিত।