আরও বেশি সতর্ক!প্যান্ডেল পরিদর্শনে স্বয়ং প্রধানমন্ত্রী

এবার পুজোতে তিনিও সামিল হলেন । বাংলাদেশের একটি পুজোতে এবার দেখা গেলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বাংলাদেশ : এবার পুজোতে তিনিও সামিল হলেন । বাংলাদেশের একটি পুজোতে এবার দেখা গেলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে তিনি উপস্থিত হয়েছিলেন অষ্টমীর দুপুরে । তার উপস্থিতিতে সকলেই খুব আনন্দিত ছিলেন সাথে তাকে নাচ গানের মাধ্যমে বরণ করলে নেওয়া হয় এদিন। ঘুরে দেখলেন পুরো পুজোটি। সাথে পুরোহিতদের থেকে জেনে নিলেন যে পুজোতে কোনো অসুবিধা বা পুজো ঠিক করো হচ্ছে কিনা। প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা (Dhaka) দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বাংলাদেশ,শেখ হাসিনা,দুর্গা পুজো ২০২৩,প্যান্ডেল পরিদর্শন

এছাড়াও অনেক পুজো তিনি সেখানে ঘুরে দেখবেন বলে জানা গেছে ।অষ্টমীতে রীতি মেনে বাংলাদেশেও হয়েছে কুমারী পুজো। কুমারীদের আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী। এবছর অনেক ধুমধাম করে হচ্ছে পুজো সেখানে । বেড়েছে পুজোর সংখ্যাও । তাই নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে আগাম সতর্কতা।

কারণ গত কয়েক বছর ধরে বাংলাদেশের নানা জায়গায় একাধিক সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটে চলেছে।কুমিল্লা-সহ বেশ কয়েকটি জেলায় দুর্গা মূর্তি ভাঙচুর, ধর্মের অবমাননা ঘটনার কথাও শোনা গিয়েছে। দুর্গাপুজোয় জঙ্গি (Terrorist) হামলা নিয়ে সাংবাদিক বৈঠক করে সকলকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই যাতে কোনো বিষয়ে কোনো ভুল চুক না হয় ও এত বড় উৎসবে সবকিছু সঠিক ভাবে নিয়ন্ত্রিত হোক তার জন্যই স্বয়ং প্রধানমন্ত্রী প্যান্ডেল দর্শন করতে বেরিয়ে পড়লেন ।বাংলাদেশ,শেখ হাসিনা,দুর্গা পুজো ২০২৩,প্যান্ডেল পরিদর্শন




Leave a Reply

Back to top button