বউয়ের জন্মদিন ভুলেছেন সাবধান! এই দেশে হয় কড়া শাস্তি
এখানে বলা হচ্ছে ওশানিয়ার সামোয়া দেশের আইনের কথা। এই দেশে স্ত্রীর জন্মদিন ভুললে স্বামীর হতে পারে জেল কিংবা মোটা অংকের টাকার জরিমানা।

ওশানিয়া: বিভিন্ন দেশের (country) বিভিন্ন আইন (law)! অধিকাংশ দেশেরই আইন এখন লিঙ্গ নিরপেক্ষ (gender neutral law)। তবে কিছু দেশের আইন অত্যন্ত সুক্ষ। পান থেকে চুন খোশলেই পড়তে হয় চাপে। যেমন ধরে নিন এই দেশটি। এখানে রীতিমতো আতঙ্কে দিন কাটায় পুরুষরা (male)। একটা সামান্য ভুল হলেই হতে পারে হাজতবাস (prison), এমনই কঠোর এই দেশের আইন। কোন দেশ? কি এমন আইন যার জন্য পুরুষরা থাকে এতো ভয়ে? এখানে বলা হচ্ছে ওশানিয়ার (oceania) সামোয়া (samoa) দেশের আইনের কথা। এই দেশে স্ত্রীর (wife) জন্মদিন ভুললে স্বামীর হতে পারে জেল কিংবা মোটা অংকের টাকার জরিমানা (penalty of huge sum)।
অনেক সময়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে (social media platform) স্ত্রীদের তরফ থেকে একটি অভিযোগ প্রায়ই দেখা যায়। স্ত্রীরা অভিযোগ করেন, তাদের স্বামী তাদের জন্মদিন (birthday) ভুলে গেছে। তারপরেই সেই পোস্টে (post) পড়তে থাকে নানা কমেন্ট (comment)। কিন্তু সামোয়া দেশে এরোম ভুল হলে স্বামীদের কপালের জুটতে পারে মারাত্মক শাস্তি। কি শাস্তি? প্রথমবার যদি স্বামীরা এই ভুল করে, তাহলে করা হয় সতর্ক (warning)। কিন্তু এই একই ভুল দ্বিতীয়বার করলে স্বামীদের হতে পারে মোটা টাকার জরিমানা বা পাঁচ বছরের হাজতবাস।
জানা গিয়েছে, এই আইন যাতে পুরুষরা নিষ্ঠার সাথে মেনে চলে তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা (special arrangement)। এই ক্ষেত্রে পুলিশে রয়েছে একটি আলাদা বিভাগ (special division of police)। অভিযোগ (complaint) জমা পড়লেই, পুলিশদের নিতে হয় তৎক্ষণাৎ পদক্ষেপ (prompt action)। এখানেই শেষ নয়। স্ত্রীরা যাতে এই আইনের সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি জানতে পারে, সেই কারণে চালানো হয় জোর কদমে লাগাতার প্রচার (regular campaign)।