চলবে না মার্কিনি স্টাইল, কামানো যাবে না দাঁড়ি! আফগান পুরুষদের জন্য নয়া ফতোয়া তালিবানদের
আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক নিত্যনতুন ফতোয়া জারি করতে শুরু করে তালিবানা। যার ফলে ফেরে সেদেশে ফিরেছে মধ্যযুগীয় বর্বরতা। এদিকে মেয়েদের পর এবার পুরুষদের জন্যও আফগানিস্তানে জারি হল নতুন ফতোয়া। আর সেই ফতোয়া মোতাবেক এখন থেকে আর দাড়ি কাটতে পা ছাঁটতে পারবে না আফগান পুরুষেরা। এমনকী আমেরিকান স্টাইলে কাটা যাবে না চুলও।
ইতিমধ্যেই আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে এই ফতোয়া কার্যকরী করাও শুরু করেছে তালিব সরকার। এমনকী এই নয়া বিধান না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে আফগান নাপিতদের। এমনক তালিবানি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কেউ যদি এই কাজ করে তার প্রাণ নিয়ে নেওয়া হতে পারে বলে হুমকী দেওয়া হয়েছে নবগঠিত সরকারের তরফে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ তালিবানিদের প্রথমবারের শাসনকালে কট্টরপন্থীরা ফ্ল্যামবয়েন্ট হেয়ারস্টাইল এবং দাড়ি কাটা নিষিদ্ধ করেছিল। যদিও এবারে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখলের পর নিজেদের উদারপন্থী বলেই পরিচয় দেওয়ার চেষ্টা করছিল এই উগ্রপন্থী সংগঠন। কিন্তু মুখের কথা আর বাস্তবচিত্র যে সম্পূর্ণ আলাদা তা তাদের বর্তমানে কার্যকলাপেই স্পষ্ট।
সূত্রের খবর, নয়া ফতোয়ার কথা জানিয়ে ইতিমধ্যেই হেলমন্দ প্রদেশের বিভিন্ন সেলুনে তালিবানিদের পক্ষ থেকে পোস্টার লাগানোও হয়েছে। তাতেই স্পষ্ট ভাষায় জানানো হয়েছএ দাড়ি কাটার সময় অবশ্যই মেনে চলতে হবে শরিয়া আইন। এমবকী এই কাজ ঠিক মতো হচ্ছে কিনা তা দেখার জন্য গুপ্তচরও নিয়োগ করা হয়েছে তালিবানদের তরফে। নয়া ফতোয়া কার্যকরী হতে শুরু করেছে অন্যান্য প্রদেশেও।