কলকাতার ইধিকা এবার বাংলাদেশের টিভি-তে, কী করবেন শাকিব খানের ‘প্রিয়তমা’?

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় দিয়েই বাংলাদেশে হাতেখড়ি

ইধিকা পাল। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। এপার বাংলা তো বটেই, ওপার বাংলার দর্শকরাও তাঁর অভিনয় গুণে মুগ্ধ। ইতিমধ্যেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনীত ‘ইতি’ চরিত্রের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন নিজের। তবে এখানেই থামছেন না ইধিকা। এবার বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে তাঁকে।

না, সিনেমা বা সিরিয়াল নয়। অতিথি হিসেবেই উপস্থিত হবেন ইধিকা। নেক্সাস টেলিভিশ্নে সেলিব্রিটিদের নিয়ে একটি অনুষ্ঠান প্রযোজনা করেন শারমিন দীপ্তি। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত হবেন ইধিকা। ‘প্রিয়তমা’ সুপারহিট হওয়ায় বাংলাদেশে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। সেই কারণেই ইধিকাকে দর্শকদের সামনে আনতে চান চ্যানেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ইধিকা নিজের জীবনের জানা-অজানা দিক নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।

Idhika Paul,Shakib Khan,Bangladesh

জি বাংলায় ‘রিমলি’-র হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ ইধিকার। প্রথম অভিনয়েই নজর কাড়েন দর্শকদের। এরপর জি বাংলাতেই ‘পিলু’ সিরিয়ালে কাজ করেন তিনি। সেখানে তাঁর অভিনীত ‘রঞ্জা’ চরিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়োয়। এই দুটি সিরিয়ালের পর তাঁকে সেভাবে দেখা যায়নি ছোট পর্দায়। তবে তিনি যে বড়পর্দায় আসার তোড়জোড় করছেন সে কথা ঘুণাক্ষরেও টের পাননি ইধিকার অনুরাগীরা।

শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। ‘প্রিয়তমা’ সিনেমায় তাঁর বিপরীতেই নায়িকার চরিত্রে অভিনয় করেন ইধিকা। বাংলাদেশে সেটাই তাঁর হাতেখড়ি। দর্শকরা তাঁকে কতটা গ্রহণ করলেন, সেটা বুঝতে, কলকাতা থেকে চুপিচুপি ঢাকায় গিয়ে সেখানকার একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটা দেখেও আসেন ইধিকা। মুখে ছিল মাস্ক। বাংলাদেশের দর্শকরা বুঝতেও পারেননি। পরে জানাজানি হয়।

প্রিয়তমার পর ইধিকার জীবন বদলে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে অনুরাগীর সংখ্যা। ফেসবুক পেজে ইধিকার ২ লাখ ফলোয়ার। ইনস্টাগ্রামে ১ লাখ ৫৫ হাজার। প্রতিদিনই সংখ্যাটা বাড়ছে। ইধিকা উপভোগ করছেন। সিরিয়ালের অভিনেত্রী থেকে নায়িকা হয়েও পা তাঁর মাটিতেই। ইধিকার সাফ কথা, শাকিবের ভক্তরাই সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করছে।




Leave a Reply

Back to top button