কাতার বিশ্বকাপে নেই ইতালি, টানা দুবার নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ানরা

রাজকুমার মণ্ডল, কলকাতা : বিশ্বকাপে নেই ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ( Italy ) । ফিফা বিশ্বকাপ ফুটবলে খেলতে পারবে না ইউরো ২০২০ চ্যাম্পিয়ন ইতালি। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি এই নিয়ে টানা দুবার বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হল। শেষ মুহূর্তে গোল হজম করে প্লে-অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে ইতালি ( Italy ) । কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাল ইউরো-২০২০ চ্যাম্পিয়ন ইতালি। ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। ২০১৮ বিশ্বকাপেও সুইডেনের কাছে হেরে খেলতে পারেনি। ২০০৬ এ বিশ্বচ্যাম্পিয়ানের খেতাব ঘরে তোলে বাজ্জিওর দল।
২০২২ এ স্বপ্নভঙ্গ হল স্বপ্ন পালেরমোর স্টেডিয়ামে। বল দখল ও আক্রমণে সবদিক থেকেই ভালো খেলছিল ইতালি। মেসিডোনিয়ার রক্ষণে থেমে যেতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে মোট ৩২টি শট নিয়েছে ইতালি ( Italy ) । খেলার প্রথমার্ধেই ১৫টি দুর্দান্ত আক্রমণ। তবে লক্ষ্যভ্রষ্ট প্রতিটি শট। মাত্র পাঁচটি শট তিনকাঠির মধ্যে ছিলো। অসাধারণ রক্ষণ শৈলীর কারুকার্যে ইতালিয়ান ফরোয়ার্ডদের রুদ্ধ করেন মেসিডোনিয়ার ডিফেন্ডাররা। আলেসান্দার ত্রাজকোভস্কির চোখধাঁধানো গোলে পরাজিত ইতালি। শুরুর দিকে নর্থ মেসিডোনিয়াকে বেশ চাপে রাখে ইতালি। নর্থ মেসিডোনিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মারাত্মক ভুলের খেসারত দিলেও দিতে হতে পারত। নিজেদের খেলোয়াড়কে বল ঠেলতে হিয়ে ভুল করে দোমেনিকো বেরার্দিকে বল দেন। কিন্তু শট নিতে দেরী করেন ইতালিয়ান ফরোয়ার্ড। গোলরক্ষক। ঝাঁপিয়ে প্রতিরোধ করেন বেরার্দির দুর্বল শট। সহজ সুযোগ হাতছাড়া হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা। ইতীলির ( Italy ) হার উত্তর ম্যাসেডোনিয়ার কাছে অনেকটাই অপ্রত্যাশিত।
আরও পড়ুন ২০০ কোটি পেরিয়েছে দ্য কাশ্মীর ফাইলস! অনুপম থেকে মিঠুন কার ভাগে কত? রইল তারকাদের পারিশ্রমিক
২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতা প্লে অফ পর্বে বড় অঘটন বলা যেতে পারে। খেলা প্রায় শেষের দিকে অ্যাডেড টাইম, পাঁচ মিনিটের তখন দ্বিতীয় মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল পেয়েই নিজের নিয়ন্ত্রনে রাখলেন ত্রাজকোভস্কি। এরপর ডি-বক্সের বেশ বাইরে থেকে আড়আড়ি শটে পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে দেন বলটি। ইতালির আশার পরিসমাপ্তি ঘটে সাখানেই। অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে প্লে-অফ ফাইনালে উঠেছে পর্তুগাল। বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার নর্থ মেসিডোনিয়ার শেষ প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ইতালিকে ( Italy ) ছিটকে দেওয়ার কারিগর আলেকজান্ডার ত্রাজোভস্কি এক সময় এই পালেরমোতেই খেলেছিলেন। এই নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলা হবে না আজ্জুরিদের। এছাড়া বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে ৬০টি টানা জয়ের ধারাও ভাঙল ইতালির। প্লে অফ ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে উত্তর ম্যাসেডোনিয়ার। সরাসরি বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয় ইতিলি।