Top Ten Billionairs: জুকারবার্গ থেকে আম্বানি, জেনে নিন এবছরের সেরা দশ ধনকুবেরের নাম
বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের(richest person) তালিকাটা প্রতি বছর নিয়ম করে বদলাতে থাকে। কারণ লক্ষ্মী যে বড় চঞ্চলা। তবু বিত্তবান মানুষেরা নিজেদের অর্থ ও সমৃদ্ধি(net worth) দিনের পর দিন বাড়িয়ে চলারই চেষ্টা করেন এবং নিজের জায়গা পাকা করে নিতে চান সেরা ধনীদের তালিকায়।
প্রতি বছরই একাধিক সংস্থা সারা পৃথিবীর সেরা ধনীদের তালিকা প্রকাশ করে তাদের মোট সম্পত্তির ভিত্তিতে। সম্প্রতি চলতি বছরের অক্টোবর মাসেও প্রকাশ পেয়েছে এমনই এক তালিকা যেখানে রয়েছে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বিত্তবানদের(billionaire) নাম। তাহলে জেনে নেওয়া যাক এই মুহূর্তে সেরা দশ ধনকুবেরের(top ten billionaires) নাম এবং তার বিত্তের পরিমাণ
- এলন মাস্ক

এই মুহূর্তে পৃথিবীর ধনকুবেরদের মধ্যে প্রথম নাম এলন মাস্ক এর। তার মোট সম্পত্তির পরিমাণ ২০২.১ বিলিয়ন ডলার। তার ইলেকট্রিক গাড়ি টেসলা(Tesla) বিপ্লব ঘটিয়েছে যানবাহন প্রযুক্তিতে। অক্টোবর মাসে টেসলার মোট আয়ের পরিমাণ প্রায় ৮০০ বিলিয়নের কাছাকাছি। পাশাপাশি তার নিজের রকেট কোম্পানি SpaceX থেকে নির্মিত হয় মহাকাশযান। অর্থাৎ বলা যেতে পারে পৃথিবী এবং মহাকাশ উভয় জায়গাতেই যানবাহন প্রযুক্তির সাম্রাজ্যের অধীশ্বর এলন মাস্ক।
- জেফ বেজোস

জনপ্রিয় অনলাইন(online) বিপণী সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই মুহূর্তে রয়েছেন ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ১৯১.৭ বিলিয়ন মার্কিন ডলার। করোনা পরিস্থিতিতে যখন আর্থিক সঙ্গতি খারাপ হয়েছে বিশ্বের বেশিরভাগ মানুষের তখন সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেছে জেফ বেজোস এর বেলায়। লকডাউন(lockdown) পরিস্থিতিতে অনলাইন কেনাকাটার পরিমাণ এক ধাক্কায় বেড়ে গিয়েছে বহুলাংশে। যথারীতি লাভবান হয়েছেন জেফ বেজোস এবং তার কোম্পানি আমাজন।
- বার্নার্ড আর্নল্ট এবং পরিবার

LVMH France কোম্পানির চেয়ারম্যান(chairman) এবং সিইও বার্নার্ড আর্নল্ট এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর এবং ইউরোপের এক নম্বর ধনী ব্যক্তিত্ব। বিশ্বের বৃহত্তম লাক্সারি কোম্পানি লুইস ভিট্টন(Louis Vuitton) সহ প্রায় সত্তরটি লাক্সারি ব্র্যান্ডের মালিক বার্নার্ড আর্নল্ট। তার এই মুহূর্তে মোট সম্পত্তির পরিমাণ ১৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।
- বিল গেটস

দীর্ঘদিন ধনকুবের তালিকায় এক নম্বরে বিরাজ করা বিল গেটসের বর্তমান র্যাঙ্কিং ধনী তালিকায় চার নম্বর। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন। বিল গেটসের নিজস্ব সংস্থা বিল এবং মেলিন্ডা ফাউন্ডেশন (Bill & Melinda Foundation)এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম দাতব্য সংস্থা।
- ল্যারি এলিসন

বিখ্যাত সফটওয়ার সংস্থা Oracle এর প্রাক্তন সিইও এবং প্রতিষ্ঠাতা ল্যারি এরিসন রয়েছেন ধনকুবের তালিকায় পাঁচ নম্বরে। ১৯৭৭ সালে ওরাকল প্রতিষ্ঠা করেন তিনি। তবে ২০১৪ সালে পদত্যাগ করেন সিইও পদ থেকে। ২০১৮ সালে তিনি ‘টেসলা’ র বোর্ড অফ ডিরেক্টরদের(Board of Directors) একজন ছিলেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ১২৩.১ বিলিয়ন ডলার।
- ল্যারি পেজ

এই মুহূর্তে পৃথিবীর এক নম্বর সার্চ ইঞ্জিন(search engine) গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের আর্থিক সম্পদের পরিমাণ ১১৯.৬ বিলিয়ন। পাশাপাশি তিনি প্ল্যানেটারি রিসোর্স (Planetary Resources) নামে বিখ্যাত মহাকাশ অনুসন্ধান সংস্থাতেও বিনিয়োগ করেছেন।
- মার্ক জুকারবার্গ

সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের মালিক এবং প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হলেন বিশ্বের কনিষ্ঠতম বিলিওনেয়ার। এই মুহূর্তে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকে তার প্রাপ্ত আয়ের পরিমাণ ১১৮.১ বিলিয়ন। প্রসঙ্গত, গত বছরই তিনি একশো মিলিয়নের ক্লাবে ঢুকে পড়েছিলেন তার বার্ষিক আয়ের ভিত্তিতে।
- সার্জি ব্রিন

ল্যারি পেজের সঙ্গেই গুগলের আরো এক সহ প্রতিষ্ঠাতা সার্জি ব্রিন এর মোট সম্পদের পরিমাণ ১১৫.৩ বিলিয়ন। বর্তমানে তিনি অ্যালফাবেট নামে আরো এক মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠাতা।
- ওয়ারেন বাফেট

বিশ্বের অন্যতম আলোচ্য লগ্নিকারীদের মধ্যে একজন হলেন ওয়ারেন বাফেট। বর্তমানে ডিউরাসেল(Duracell), ডেয়ারি কুইন রেস্তোরাঁ(Dairy Queen Restaurant) সহ প্রায় ষাটটিরও বেশি কোম্পানিতে বিনিয়োগ আছে ওয়ারেন বাফেটের। তার মোট আর্থিক সম্পদের পরিমাণ ১০৩.১ বিলিয়ন
- মুকেশ আম্বানি

ভারতের ধনীতম ব্যক্তি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিও রয়েছেন ধনকুবের তালিকায় অন্যতম। তার মোট আর্থিক সম্পদের পরিমাণ ১০২ বিলিয়ন। খনিজ তেল এবং পেট্রো কেমিক্যাল এর পাশাপাশি গ্রাহক নির্ভর টেলিকম এর ব্যবসাতেও সাফল্য লাভ করেছেন তিনি রিলায়েন্স জিওর মাধ্যমে।