Most handsome men চলতি বছরের সেরা দশ হ‍্যান্ডসাম পুরুষের নাম জানুন এখনই

নারীর রূপে যেমন দোলা দেয় পুরুষ হৃদয়(male heart) তেমনই উল্টোটাও হয়ে আসছে একইভাবে। পুরুষের রূপে মুগ্ধ নারীর সংখ‍্যাও নেহাত কম নয়। সুন্দর চেহারা, আকর্ষণীয় ব‍্যক্তিত্ব(attractive personality), মনমুগ্ধকর হাসি এই সব কিছু দেখেই মহিলারা ক্রাশ(crush) খান তাদের পছন্দের পুরুষ শিল্পীদের ওপর। প্রতি বছরই চলচ্চিত্র ও সঙ্গীত জগত সহ বিভিন্ন পেশার হ‍্যান্ডসাম(handsome) পুরুষ তারকারা কেড়ে নেন অসংখ্য মহিলার হৃদয় তাদের শিল্পকর্ম দিয়ে।

স্বাভাবিক ভাবেই প্রতি বছরই মহিলাদের পছন্দ অনুযায়ী কোন পুরুষ তারকা পেলেন সেরার শিরোপা এ নিয়ে উত্তেজনা থাকে সব মহলেই। একাধিক সংস্থা প্রতি বছরই প্রকাশ করে সবচেয়ে সুন্দর পুরুষের তালিকা। তেমনই চলতি বছরেও প্রকাশ পেয়েছে এমনই দশ আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন তারকার নাম যারা জিতে নিয়েছেন রমণী হৃদয়।

১. কিম তেহিয়াং

know about top ten most handsome men in 2021

আন্তর্জাতিক ব‍্যান্ড BTS এর অন‍্যতম সদস্য যিনি BTS V নামেই পরিচিত তার মহিলা আর্মি ফ‍্যানদের কাছে, সেই ছাব্বিশ বছর বয়সী কিম তেহিয়াং ই ২০২১ এর সেরা পুরুষের শিরোপা জিতে নিয়েছেন। বিটিএস ব‍্যান্ডের এই ভোকালিস্ট একাধারে গায়ক, অভিনেতা এবং সঙ্গীতনির্মাতাও বটে। ২০১৩ সালে বিটিএস(BTS) এ যোগদান করেন এই কোরিয়ান গায়ক।

২. ব্র‍্যাড পিট

know about top ten most handsome men in 2021

সাতান্ন বছর বয়সেও বিশ্বজোড়া আবেদন একটুও ম্লান হয়নি আমেরিকান(American) অভিনেতা ব্র‍্যাড পিটের। গোল্ডেন গ্লোব(golden globe) এবং একাডেমি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরষ্কার রয়েছে এই অভিনেতার ঝুলিতে। পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি পেয়েছেন এমি পুরষ্কার। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময়ে খবরের শিরোনামে থাকতেন এই হলিউড(Hollywood) অভিনেতা।

৩.নোয়া মিলস

know about top ten most handsome men in 2021

আটত্রিশ বছর বয়সী এই কানাডিয়ান মডেলের আবেদনে ঘায়েল অসংখ্য তরুণী। ২০০১ সালে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একাধিক আন্তর্জাতিক ব্র‍্যান্ডের মুখ হয়ে মিলান ও প‍্যারিস ফ‍্যাশন শোতে র‍্যাম্প(Ramp) মডেল হিসেবে দেখা যায় তাকে। সম্প্রতি সেক্স অ্যান্ড দ‍্য সিটি ২ এও দেখা গিয়েছে নোয়া মিলসকে।

৪.রবার্ট প‍্যাটিনসন

know about top ten most handsome men in 2021

জনপ্রিয় সিরিজ টুইলাইট সাগা(Twilight Saga) এর অভিনেতা হিসেবে রবার্ট প‍্যাটিনসনের মহিলা অনুরাগীর সংখ্যা বিশ্বজোড়া। পঁয়ত্রিশ বছর বয়সী এই অভিনেতাকে প্রথম দেখা যায় হ‍্যারি পটার সিরিজের গবলেট অফ ফায়ার সিনেমায়। পনেরো বছর বয়স থেকে লন্ডনের থিয়েটার ক্লাবে অভিনয় শুরু করেন এই অভিনেতা।

৫.ওমর বরকান আল গালা

ভাইরাল খবর,অফবিট খবর,আন্তর্জাতিক খবর,সেরা সুপুরুষ,সেরা দশ হ‍্যান্ডসাম,viral news,offbeat news,international news,best Handsome male,top ten handsome

একত্রিশ বছর বয়সী এই মডেল, চিত্রগ্রাহক এবং অভিনেতার ছবি সোশ‍্যাল মিডিয়ায় দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। আদতে ইরাকের বাসিন্দা এই মডেল(Model) দুবাইতেই থাকেন ছোট থেকে পড়াশোনা ও কর্মসূত্রে।

৬.হৃত্বিক রোশন

ভাইরাল খবর,অফবিট খবর,আন্তর্জাতিক খবর,সেরা সুপুরুষ,সেরা দশ হ‍্যান্ডসাম,viral news,offbeat news,international news,best Handsome male,top ten handsome

গ্রীক দেবতার ভাস্কর্যের মতো নিখুঁত শরীর এবং তাক লাগানো নাচের ঝলক দিয়ে বিশ্ব জুড়ে অসংখ্য তরুণীর হৃদয় কেড়েছেন হৃত্বিক রোশন দীর্ঘদিন ধরেই। পাশাপাশি এশিয়ার সেক্সিয়েস্ট ম‍্যান(Sexiest man) এর অভিনয় ক্ষমতাও তাকে এনে দিয়েছে চারটি ফিল্ম ফেয়ার সহ একাধিক পুরষ্কার। সাতচল্লিশ বছর বয়সী এই ভারতীয় অভিনেতা হ‍্যান্ডসাম পুরুষদের তালিকায় তাই জায়গা করে নেন প্রায় প্রতি বছরই।

৭.জাস্টিন ট্রুডো

know about top ten most handsome men in 2021

সাধারণত রাজনীতিবিদদের প্রতি সেভাবে আকর্ষণ বোধ করেননা তরুণীরা। কিন্তু কোন রাজনীতিবিদ যদি হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো সুপুরুষ তবে অবশ‍্য আলাদা ব‍্যাপার। ঊনপঞ্চাশ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০১৫ সালে কানাডার তেইশতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

৮.টম ক্রুজ

know about top ten most handsome men in 2021

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রমণী হৃদয় তোলপাড় করা সুপুরুষটির নাম টম ক্রুজ। বিশ্বের অন‍্যতম সর্বাধিক আয়ের এই অভিনেতা ১৯৮০ সালে প্রথম আসেন রুপোলি পর্দায়। গোল্ডেন গ্লোব সহ একাধিক আন্তর্জাতিক পুরষ্কার রয়েছে এই অভিনেতার ঝুলিতে।

৯.ক্রিস ইভান্স

know about top ten most handsome men in 2021

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর ক‍্যাপ্টেন আমেরিকা অর্থাৎ ক্রিস ইভান্স রয়েছেন বিশ্বের সেরা দশ সুপুরুষের তালিকায়। টেলিভিশন সিরিজ দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন চল্লিশ বছর বয়সী এই অভিনেতা।

১০.হেনরি কেভিল

know about top ten most handsome men in 2021

ডিসি কমিকস সিরিজের সুপারম্যান  চরিত্রে অভিনয় করা হেনরি কেভিল ইতিমধ্যেই মন জয় করেছেন সারা পৃথিবীর মহিলাদের। তিনি ২০০২ সালে তার কেরিয়ার শুরু করেন কাউন্ট অফ দ‍্য মন্টিক্রিস্টো সিনেমায়।




Back to top button