Mr. Bean: আবার ‘মারা’ গেলেন মিস্টান বিন, ভুয়ো খবরের বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়
মিস্টার বিন’(Mr. Bean) নামে পরিচিত ব্রিটিশ অভিনেতা(British Actor)রোয়ান অ্যাটকিনসনের(Rowan Atkinson) মৃত্যুর খবর ইতিমধ্যেই ফের ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটগুলিতে। কিন্তু প্রতিবারের মতনই এবারের খবরটিও সম্পূর্ণ মিথ্যা। এর আগেও কয়েকবার তাঁর মৃত্যুর খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে সব গুজব খবরকে ছাপিয়ে সুস্থ এবং স্বাভাবিক আছেন তিনি।
‘স্পটবয়'(Spotboye) -এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই খবরটি ভাইরাল হয়েছে একটি ভুঁয়ো ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এবং ইতিমধ্যেই সেটা শেয়ার হয়েছে প্রায় তিন লাখের কাছাকাছি। সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, এই টুইটার অ্যাকাউন্টটি নিজেকে ইউ.এস এর ফক্স নিউজ বলে দাবী করলেও, মূলত এটি একটি বিদ্বেষপরায়ণ(malicious) ট্যুইটার অ্যাকাউন্ট। এই ট্যুইটে বলা হয়, “৫৮ বছর বয়সী রোয়ান গাড়ি দূর্ঘটনায় মারা গেছেন ও তাঁর মৃত্যু হয়েছে গত ১৮ মার্চ।”
অন্য একটি ট্যুইট সূত্রে খবর, “ইংরেজি কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন ওরফে মিস্টার বিনের মৃত্যু হয়েছে মাত্র ৫৮ বছর বয়সে।১৮ ই মার্চ,২০১৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।” উপরোক্ত দুটি তথ্যই জাল কারণ ২০১৭ সালে অভিনেতা রোয়ানের বয়স ছিল ৬২ বছর এবং বর্তমানে তিনি তাঁর পরবর্তী প্রজেক্টগুলির জন্য সক্রিয়ভাবে প্রস্তুতিও নিচ্ছেন।
আরও পড়ুন – প্রথম ছবিতে ৩৭বার চুমু! মজার অভিজ্ঞতার কথা জানালেন কার্তিক আরিয়ান
গত বছরেই তাঁর অভিনীত ‘মি.বিন’ চরিত্রটি ৩০ বছর পূর্ণ করেছে। “মিস্টার বিন” এর চরিত্রে অভিনয় করার সময় তাঁর সবচেয়ে প্রিয় স্মৃতির কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অ্যাটকিনসন বলেছিলেন, যে তিনি এই ‘শো’টিতে অভিনয় করা “স্ট্রেসফুল” মনে করেছিলেন। “আমি অত্যন্তই দুঃখিত যে আমি সমস্ত চরিত্রকেই ‘স্ট্রেসফুল’ বলে মনে করি তবে ‘মিস্টার বিন’ বিশেষত তাই-ই। পেশাদারির কারণে আমি এটিকে মজাদার ভাবে অনুভব করি। অবশ্যই, অন্যান্য দুর্দান্ত অভিনেতাদের কাছ থেকে সমর্থন রয়েছে তবে কৌতুকগুলি মানুষের কাছে করে কিনা এটি চাপজনক।” বলে যুক্তি দিয়েছিলেন ৬৫ বছর বয়সী এই অভিনেতা।
আরও পড়ুন- কর্পোরেট চাকরির দুনিয়ায় নয়া দিগন্ত, ‘রতন’ লাভেই কীভাবে ভাগ্য ফিরছে টিসিএস কর্মীদের
পাশাপাশি তিনি এও বলেন, “তবে এটি শেষ হয়ে যাওয়ার পর আমি এটি উপভোগ করি! যে সাফল্যই আমরা এর থেকে পেয়েছি তাও আমি উপভোগ করি। যদি একজন দর্শক এটিকে মজার মনে করেন, তাহলে সেটিই সবচেয়ে মূল্যবান।” অ্যাটকিনসন বর্তমানে আসন্ন চলচ্চিত্র ‘ওনকা’-এর জন্য অভিনেতা অলিভিয়া কোলম্যান এবং স্যালি হকিন্স-এর সাথে কাজ করছেন। এই মিউজিক্যাল পুনর্নির্মাণটিতে প্রধান ভূমিকায় টিমোথি চালামেটের সাথে তিনি কাজ করতে চলেছেন রোল্ড ডাহলের ক্লাসিক শিশুদের বই ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’ তে। অভিনেতা রোয়ান অ্যাটকিনসন তাঁর ‘জনি ইংলিশ’, ‘ব্ল্যাক অ্যাডার’ এবং ‘মি. বিন’ চরিত্রগুলোর জন্য সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।