ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমন্ডুতে এই ভূমিকম্প অনুভব করা যায়। তীব্রতা ৬.১। শুধু কাঠমান্ডুতে নয়, বাগমতি এবং গন্ডাকিতেও এই দুর্যোগ অনুভব করা গেছে।

কলকাতা: দুর্ঘটনা যখন আসে কাউকে বলে আসেনা। ঘটে যায় হটাৎই। আর যার সাথে ঘটে, তার উপর দিয়ে বয়ে যায় একটা বিশাল ঝড়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ হলে গোটা পরিবেশ হয়ে যায় শান্ত। দিশেহারা হয়ে ওঠে মানুষ। প্রাকৃতিক দুর্যোগ কেউ নিয়ন্ত্রণ করতে পারেনা। তাই এই দুর্ঘটনা ঘটলে মানুষ সহজে উপায় খুঁজে পায়না। বিশেষ করে যেই দেশে ভূমিকম্প হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে তার প্রতিবেশী দেশেও। কারণ বৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে এটি ‘টেকটনিক প্লেট’এর উপর নির্ভর করছে। বিশেষ করে এশিয়া এখন ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগের হটস্পট হয়ে গেছে।

এবার ফের কেঁপে উঠলো ভারতের প্রতিবেশী দেশ নেপাল। ‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ জানিয়েছে, সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমন্ডুতে এই ভূমিকম্প অনুভব করা যায়। তীব্রতা ৬.১। শুধু কাঠমান্ডুতে নয়, বাগমতি এবং গন্ডাকিতেও এই দুর্যোগ অনুভব করা গেছে। আরো জানা গিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ধাদিং জেলা। যদিও কোনোরকমের হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।Earthquake,Nepal,Asia,India

তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয় নেপালে। সবচেয়ে আঁতকে ওঠার মতো বিষয়, নেপাল বিশ্বের ১১তম দেশ যেখানে সবসময় ভূমিকম্প হয়। ২০১৫ সালে যে ভূমিকম্প হয়েছিল তাতে প্রচন্ড ক্ষতি হয়েছিল সেই দেশের। রিক্টটাস খেলেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। মৃত্যু হয়েছিল প্রায় ৯ হাজার মানুষের।

প্রসঙ্গত, অক্টোবর মাসের ৩ তারিখে পরপর চারটি ভূমিকম্প হয়েছিলেন নেপালে। এবং এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল ভারতবর্ষের কয়েকটি রাজ্য।

 

 

 




Leave a Reply

Back to top button