বলিউডকে চোখ রাঙানি, অস্কারের দৌড়ে সকলকে অবাক করে সামিল দক্ষিণী ছবি ‛RRR’

অনীশ দে, কলকাতা: বিতর্কের ঝড় শুরু হয়েছিল আগেই। বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানো সত্বেও ভারতের তরফ থেকে অস্কারে পাঠানো হয় এক অন্য ছবি। আর সেই থেকেই ফুঁসছিল সিনেপ্রেমীরা। আমেরিকা সহ একাধিক জায়গায় আরআরআর দেখার জন্যে ভিড় জমলেও শেষমেশ এক গুজরাটি ছবিকে অস্কারের দৌড়ে পাঠায় ভারতীয় ফিল্ম ফেডারেশন। তবে সবাইকে চমকে শেষমেশ অস্কারে (Oscars) সামিল হলো এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত আরআরআর (RRR)। আমেরিকার বড় বড় সিনেমা পরিচালক এবং আলোচকরা আগেই জানান, তাদের খুবই ভালো লেগেছে এই দক্ষিণ ভারতীয় ছবি (RRR)। কিন্তু বিশেষ কিছু কারণে শেষমেশ আরআরআর-কে অস্কার থেকে বিরত রাখা হয়।
তবে রাজামৌলি কি হার মানার পাত্র? এবার মৌলিকভাবে অস্কারের দৌড়ে অংশগ্রহণ করতে চলেছে রাইস রোর রিভল্ট বা আরআরআর। বিশ্বব্যাপী প্রায় ১০০০ কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। এমনকী কয়েকদিন আগে পরিচালক অনুরাগ কাশ্যপ নিজেও জানান, যে আরআরআর-কে অস্কারে পাঠানো হলে সে দেশের নাম উজ্জ্বল করবে। তাও ভারতীয় ফিল্ম ফেডারেশন পাঠায়নি এই ছবি, বরং গুজরাটি ছবি চেলো শো- এর উপরেই ভরসা রাখে ফেডারেশন। তবে এইবার নিজে থেকেই অস্কারে অংশগ্রহণ করল আরআরআর।
অস্কারের একাধিক বিভাগে এই ছবির নাম নথিভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে অন্যতম, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সহকারী অভিনেতা, অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ইত্যাদি বিভাগে নিজেদের নামাঙ্কিত করেছে এই ছবির নির্মাতারা। এই খবর দক্ষিণ সহ গোটা ভারতবর্ষের কাছে খুবই গর্বের। বিশ্বের নানা প্রান্ত থেকে রাজামৌলিকে সম্মানিত করলেও নিজের দেশের মানুষরাই যেন তাঁর আসল দাম বুঝতে পারল না, এমনটাই মত নেটিজেনদের। এখন দেখার অপেক্ষা এই ছবি আদৌ একটিও পুরষ্কার নিজের ঝুলিতে ভরতে পারে কি না?
View this post on Instagram
ছবিতে মুখ্য অভিনয় করেছেন জুনিয়র এনটিআর (Jr. NTR) এবং রামচরণ (Ram Charan)। এছাড়াও দেখা গিয়েছে অজয় দেবগণ (Ajay Devgan), আলিয়া ভাট (Alia Bhatt), মাকারান্দ দেশপান্ডে প্রমুখকে। এছাড়াও দেখা গিয়েছে হলিউড অভিনেতা রে স্টিভেনসনকে। ছবির সংগীত পরিচালনা সামলেছেন এম এম কিরভানি এবং চিত্রনাট্যের দায়িত্ব সামলেছেন এস এস রাজামৌলি, তাঁর পিতা ভি. বিজয়েন্দ্র প্রসাদ। বাহুবলী ১,২ এবং আরআরআর যে রাজামৌলিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, তা বলাই বাহুল্য।