আর সানিয়ার স্বামী নন শোয়েব! বদলে ফেললেন ইনস্টা বায়ো, বিচ্ছেদেই সীলমোহর?

ইন্দো-পাক প্রেম অতীত। ১৩ বছরে সম্পর্কে ইতি।

গুঞ্জন ছিলই। সেটাই কী সত্যি হল? ইনস্টাগ্রামের বায়ো থেকে ‘হাজব্যান্ড’ শব্দটি মুছে দিলেন শোয়েব মালিক। তাহলে কী সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদে সীলমোহর পড়ে গেল? এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। সানিয়া শোয়েব দুজনেই হেঁয়ালি বজায় রেখে চলেছেন।

২০১০ সালের ১২ এপ্রিল গাঁটছড়া বাঁধেন সানিয়া-শোয়েব। শুরু হয় ইন্দো-পাক প্রেমের অমর কাহিনী। কিন্তু ১৩ বছরেই সম্পর্কে ইতি পড়তে চলেছে। এমন দাবি প্রথম করেছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডেইলি জং’। ওয়াঘার দু’পারেই এই নিয়ে বিস্তর লেখালিখি হয়েছে। খরচ হয়েছে দিস্তে দিস্তে নিউজ প্রিন্ট। কিন্তু আসল সত্যিটা জানা যায়নি। পুরোটাই ছিল অনুমান।

কিন্তু শুক্রবার শোয়েবের কীর্তিতে সবটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। এতদিন পাক ক্রিকেটারের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকত ‘Husband to a superwoman @saniamirza’। চব্বিশ ঘণ্টা হল, এই বাক্যটা আর নেই, বাকি সব একই আছে। বহুদিন নীরবতার পর নিজের ইনস্টা এডিট করেছেন ডান হাতি পাক ব্যাটসম্যান।

এরপরই দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি নেটিজেনদের। সানিয়া-শোয়েব বিচ্ছেদে পাকাপাকি সীলমোহর পড়ে গেল বলেই মনে করছেন তাঁরা। যদিও এই নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। নীরবতা বজায় রেখেছেন। কিন্তু ইনস্টা বায়োই বলে দিল সব কিছু।

শোনা যাচ্ছে, পাক অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে সম্পর্কে জড়ান শোয়েব। দুজনকে একসঙ্গে একাধিকবার দেখাও গেছে। সেখান থেকেই নাকি সানিয়ার সঙ্গে মনোমালিন্যের শুরু। আয়েশা তাঁদের সম্পর্কের কথা স্বীকারও করেছেন, যদিও শোয়েব বলেননি কিছুই।

২০২১-২২ সাল থেকেই আলাদা থাকতেন সানিয়া শোয়েব। সানিয়া থাকতেন হায়দ্রাবাদে, আর শোয়েব পাকিস্তানে। দুজনের মধ্যে দুবাইতে মাঝে মধ্যে দেখাসাক্ষাৎ হত। কিন্তু সম্পর্কের বাঁধন যে টাল খেয়েছে সেটা বোঝা যাচ্ছিল তখন থেকেই। এবার ইনস্টা বায়ো বদলে ফেললেন শোয়েব। আসল কথা কবে প্রকাশ্যে আসে এখন সেটাই দেখার।




Leave a Reply

Back to top button