আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেতেই সপ্তম স্বর্গে শ্রীলেখা, গণমাধ্যমেই নিন্দুকদের দিলেন কড়া জবাব

বাংলা বিনোদন জগতের অভিনেত্রীদের মধ্যে একটি জনপ্রিয় নাম হল শ্রীলেখা মিত্র ( Sreelekha Mitra ) । তা সে যে ধরনেরই ছবি হোক না কেন, নিজের অসাধারণ দক্ষতার দ্বারা সকল ছবিকেই সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এই অভিনেত্রী। নিজের অসামান্য প্রতিভার দরুন অনুরাগীদের কাছে সর্বদাই প্রশংসিত হন তিনি। সোশ্যাল মিডিয়া জুড়েও অনেক জনপ্রিয় এই অভিনেত্রী। কর্মজীবনে বহু ছবির জন্য তিনি প্রশংসিত হয়েছেন। সম্প্রতি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছেন বাংলার এই অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ( Sreelekha Mitra win award in New York Indian film festival ) সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের তুলনায় শ্রীলেখা মিত্র একটু ভিন্ন প্রকৃতির মানুষ বলা চলে। বরাবরই স্রোতের বিপরীতে হেঁটেছেন তিনি। আর এর জন্যই বহুবার বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে সেসব সমালোচনায় কান না দিয়ে বরাবরই নিজের জীবনকে ভালভাবে উপভোগ করে এসেছেন তিনি। আর সম্প্রতি ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। রবিবারই সেই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

img 20220515 212645

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকটি ছবি এবং সাথে ভিডিও শেয়ার করতে দেখা গেছে শ্রীলেখা মিত্রকে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে সেদিন সেই অ্যাওয়ার্ড শোতে সকল মনোনীত অভিনেত্রীদের নাম ঘোষণা করা হচ্ছে। আর তারপরেই সেরার সেরা অভিনেত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শ্রীলেখা মিত্রের। তবে কিছু কারণের জন্য শ্রীলেখা উপস্থিত থাকতে পারেননি এই অনুষ্ঠানে। তাই তাঁর হয়ে সহ অভিনেতা অরবিন্দ ঘোষকে সেখানে পুরস্কার নিতে দেখা যায়।

 

সোশ্যাল মিডিয়ায় এই অ্যাওয়ার্ড শো নিয়ে বেশকিছু মন্তব্য প্রকাশ করেন শ্রীলেখা। তিনি নিজে ফেসবুকের মাধ্যমে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে সকলকে ধন্যবাদ জানান। এমনিতেই স্বাধীনচেতা মনোভাবের জন্য তাঁর নিন্দুকের কোন অভাব নেই সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি যে নিন্দুকদের নিয়ে কোন পরোয়া করেন না তাও বোঝা যায় এই পোস্টের মাধ্যমে। কেননা এই পোস্টে নিজের অনুরাগীদের পাশাপাশি নিন্দুকদেরও ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা।

আরও পড়ুন: জন্মদিনের পরদিনই মৃত্যু! ২২ বছরের এই অভিনেত্রীর মৃত্যুতে স্তম্ভিত গোটা টলিউড

সবশেষে ওই ফেসবুক পোস্টে নিজের স্বর্গীয় মা-বাবাকেও ধন্যবাদ জানাতে ভোলেননি শ্রীলেখা মিত্র। সাথেই তিনি জোর দিয়ে এটাও বলেছেন যে তিনি নিশ্চিত তাঁর জীবনে এত বড় পুরস্কার পাওয়ায় তার মা-বাবাও তার প্রতি গর্বিত। ওই পোস্টের মাধ্যমে মা-বাবার পাশাপাশি ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার পরিচালক আদিত্য বিক্রম এবং গোটা সিনেমা টিমকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা।

আরও পড়ুন: লিভ-ইন থেকে আত্মহত্যা! ঝুলন্ত অবস্থায় উদ্ধার ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী Pallavi Dey এর দেহ




Leave a Reply

Back to top button