Srinagar Terror attack:সন্ত্রাস হামলায় ফের উত্তপ্ত দেশ, শহিদ ৩

প্রায়শই জঙ্গি হামলা লেগেই থাকে জম্মু কাশ্মীর বর্ডারে। ঠিক আবারও সোমবার সন্ধ্যায় জঙ্গি হামলার মুখে পড়লো জম্মু কাশ্মীর পুলিশ। শ্রীনগরের উপকন্ঠে পুলিশের একটি বাস যাচ্ছিল ঠিক তখনই অজ্ঞাত জঙ্গিরা হামলা করে এবং সেই বাসে এলোপাথাড়ি গুলি চালায়। এই হামলার পর দেখা যায় বাসে থাকা ১৪জন পুলিশ কর্মীই আহত হয়েছে।

১৪জন পুলিশ কর্মীর মধ্যে ৪জনের অবস্থা গুরুতর ছিলো সেই সময়। পরে স্থানীয় এক সূত্রে জানা যায় ৪জনের মধ্যে তিনজনই শহীদ হয়েছেন। এই ঘটনার পর পরিচয় গোপন রাখার শর্তে এক স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, ” সন্ত্রাসবাদীরা পান্থ চক এলাকায় এই হামলা চালায়। পান্থ চক-খোনমোহ সড়কের উপর দিয়ে ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ বা আইআরপি  -এর নবম ব্যাটালিয়নে সদস্যদের নিয়ে একটি বাস যাচ্ছিল। আচমকাই জঙ্গিরা বাসের সামনে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করেছিল। পুলিশ কর্মীরা আত্মরক্ষার সুযোগ পর্যন্ত পাননি। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে বলে, এলাকাটিকে অত্যন্ত সুরক্ষিত বলে মনে করা হত। সেখানেই এই হামলা হল।”

পুলিশের গাড়িতে জঙ্গি হামলা,জঙ্গির হামলা,জম্মু কাশ্মীরে জঙ্গি,বর্ডারে হামলা,পুলিশ জঙ্গি হামলায় আহত,বাঙলা খবর,জঙ্গির খবর,শ্রীনগরের খবর,জম্মুর খবর,কাশ্মীরের খবর,Terror attack on police vehicle,Terror attack,Terror in Jammu and Kashmir,border attack,injured in police terror attack,Bangla news,Srinagar news,Jammu news,Kashmir news
তিনি নিজের বক্তব্যে আরও জানিয়েছেন,”ভারতীয় সেনা (Indian Army) ও জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের পাকড়াও করতে পাল্টা অভিযান শুরু করা হয়েছে। পুরো এলাকাটি ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তার আগে সকল আহতদের, চিকিত্‍সার জন্য দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলার বিষয়ে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে একজন এএসআই এবং আরেকজন সিলেকশন গ্রেডের কনস্চেবলের মৃত্যুর খবর স্বীকার করে নেওয়া হয়েছে।”
উল্লেখ্য সূত্রের খবর অনুযায়ী হামলার ঘটনা হিসাবে যে চিত্র উঠে আসে তা হল, মোটরসাইকেলে এসে হামলা চালায় জঙ্গিরা পুলিশ বাসটিতে, নিহতদের মধ্যে একজনের পরিচয় হল এএসআই। বাদামীবাগ সেনা ক্যান্টনমেন্ট থেকে কয়েক কিলোমিটার দূরে জিওয়ান রয়েছে। জিওয়ানে বহু পুরনো জম্মু-কাশ্মীরের পুলিশ ট্রেনিং সেন্টার অবস্থিত। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ট্যুইট করে তিনি লিখেছেন, “শ্রীনগরে পুলিশের বাসে জঙ্গি হামলার ভয়ঙ্কর খবর। এই হামলার নিন্দা করছি। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”




Back to top button