Viral Video- বলিউডের গানে মত্ত দক্ষিণ আফ্রিকাও, তাক লাগানো ভিডিও

অরুণিমা সরকার, কলকাতা- সম্প্রতি বলিউডের পর্দায় প্রকাশ ‘শেরশাহ’ নামে একটি সিনেমা। মুলত, বিক্রম বাত্রা ও তাঁর মিষ্টি মধুর প্রেমকাহিনীকেই ভিত্তি করে তৈরি এই ছবি। ছবি প্রকাশের আগেই ছবির একটি গান সকলের মুখে ছড়িয়ে পড়ে ভীষণ ভাবে। গানটি হল ‘কুট্টি মোহাব্বত” (Kutti mohabbat)। আপাতত বলিউডে বেশ সুনাম অর্জন করে ফেলেছে এই গানটি। গানটির গায়ক জুবিন নৌতিয়াল (Jubin Nautiyal)।
গানটি রিলিজ করার পর থেকেই এই গানে সেলিব্রেটি (celebrity) সহ বহু মানুষকে ফেসবুক (Facebook), ইন্সটাগ্রামে (Instagram) রিলস (reels) বানাতে দেখা যায়। আর সোশ্যাল মিডিয়ার এমন জাদু, আপাতত এই গান বর্তমানে দুনিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি এই গানে লিপ মিলিয়ে রিলস (reels) বানিয়েছ গিয়ে দুই আফ্রিকান ভাই-বোনকে (African siblings)। তাদের এই ভিডিও আপলোড হওয়া মাত্রই হু হু করে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। ভিডিওটি পুরুষ কন্ঠের হওয়ার কারণে প্রথমে ছেলেটি লিপ মেলালেন, পরের দিকে তার বোনকেও লিপ মেলাতে দেখা গিয়েছে।
View this post on Instagram
তাদের এই রিলসটি কোনোভাবে ইমরান হাশমির (Imran Hasmi) চোখে পড়ায়, তিনি নিজের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে (account) সেটি পোস্ট (upload) করছেন এবং তারপর সেটির ভিউয়ারস (viewers) লক্ষাধিক অতিক্রম করেছে। উল্লেখ্য, বলিউডের গানের তালে মেতে ওঠা যে তাঁদের জীবনে প্রথম এমনটা মোটেই নয়। এর আগেও একাধিক গানে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার এই যুবককে। সম্প্রতি, তাঁর আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
View this post on Instagram
সেখানে দেখা যায়, মাঠে গরু চড়াতে বেরিয়ে মুখে মিষ্টি হাসি নিয়ে শাহরুখ খান(Shah Rukh Khan) অভিনীত ‘রইস’ সিনেমার ‘জালিমা’ গানটিতে নিজের ঠোঁট মেলাচ্ছেন ‘কিলি’। তাঁর মুখের মিষ্টি অভিব্যাক্তি মন কেড়েছে নেটিজেনের। যার জেরেই আজ বিশ্ব তথা ভারতের নেটিজেনদের কাছে একটি পরিচিত মুখ হয়ে উঠেছে ‘কিলি পাউল(Kili Paul)’। এছাড়াও অরিজিৎ সিংয়ের (Arijit Sing) কন্ঠে ‘আশিকি ২’ (Ashiqui 2)-এর ‘হাম তেরে বিন’ (Hum tere bin), ‘হামদর্দ’ (Humdard)প্রভৃতি গানেও রিলসের বানাতে দেখা গিয়েছে তাঁকে।