বিশাল চমক! জাহাজ বোঝাই ভালোবাসা নিয়ে বড় পর্দায় ফিরছে ‘টাইটানিক’

পঁচিশ বছর ধরে একটানা মানুষের আবেগকে একই রকম ভাবে ধরে রেখেছে হলিউডের আইকনিক সিনেমা ‘টাইটানিক'(Titanic)। একের পর এক প্রজন্মকে মুগ্ধ করে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে পাকাপাকিভাবে স্থান নিয়েছে এই মাইলস্টোন।সেরা ছবি, সেরা পরিচালক, সেরা সম্পাদনা, সেরা মৌলিক গান সহ আরও ১১ টি অ্যাকাডেমি পুরস্কার এই সিনেমার ঝুলিতে।
জ্যাক-রোজের প্রেম কাহিনী অমরত্ব দিয়েছিল টাইটানিককে। কেট উইন্সলেট (kate Winslet) এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর (Leonardo DiCaprio) নিঁখুত অভিনয়ে একটা সত্যঘটনা অবলম্বনে তৈরি সিনেমা কার্যত গ্লোবাল বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। ১৯৯৭ সালের আভ্যন্তরীন মুভি থিয়েটারে তৈরি হ ওয়া ছবিটি সেসময় আন্তর্জাতিক মাত্রা লাভ করে। ২০১২ সালে 3D সংষ্করণে মুক্তি পায়। আর এবার দর্শকদের ভালোবাসায় নতুন রূপে ফিরছে ‘টাইটানিক’ (Titanic)।
পঁচিশ বছর পর এই উদ্যোগকে সফল করতে চলেছেন জেমস ক্যামেরণ(James Cameron)।২০২৩ সালের ১০ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’র ঠিক আগেই ডিজনি ব্যানারে মুক্তি পাবে এই আদ্যন্ত প্রেমের ছবি।
জেমস ক্যামরনের সাথে জড়িত লাইটস্টর্ম প্রযোজক সংস্থার সিওও (COO) ৩৬ ঘন্টার প্লেন জার্নি করে এসে বুধবার বার্সেলোনায় Disney- এর CineEurope উপস্থাপনায় রিলিজের সুখবরটি দেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, 3D 4K HDR ফরম্যাটে দেখা যাবে টাইটানিক’। ছবি অবশ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট থাকবেন কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে টাইটানিকের নস্টালজিয়াকে মাথায় রেখেই পরিচালক নিমার্ণ করবেন নতুন টাইটানিকের গল্প। আপামর সিনে-প্রেমীদের কাছে এখন অপেক্ষার দিন গোনা মাত্র।