Covid Update – ২৪ ঘন্টায় মৃত ১২জন, রাজ্যে আবারো লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

নেহা চক্রবর্তী, কলকাতা – রাজ্যে করোনা (Corona) সংক্রমণ আবারও খানিকটা বাড়লো। রাজ্যে ৭ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষ টিকা (vaccine) পাওয়ার পরও করোনার গ্রাফ (Corona Graph) লাফিয়ে বাড়ায় দুশ্চিন্তায় পড়েছে গোটা রাজ্য (West Bengal)। টিকা আদৌও কাজ করছে নাকি সে নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। আবহাওয়া দপ্তর (weather Department) অনুযায়ী সমীক্ষায় বলা ছিলো আগামী বুধবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার ফলে বাড়বে শীত। তবে এই শীতের (Winter) শুরুর প্রাক্কালেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছিলো সোমবার থেকেই। তখন থেকে দৈনিক সংক্রমণ ছিলো ৬০০র ঘরে ,মঙ্গলবার যার সংখ্যা ছিলো ৭২০, স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার এসে যার সংখ্যা দাঁড়ায় ৮০৩। গত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত হয়েছে ১২জন ।

মঙ্গলবার থেকেই সংক্রমণ বাড়ছিলো যা বুধবারে আরও বেড়ে যায় অন্যান্য দিনের তুলনায় । করোনা র কবলে পড়েন ৮০৩জন । স্বাস্থ্যদপ্তরের সমীক্ষায় বর্তমান সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। রাজ্যে সুস্থ হয়ে ফিরেছেন এখনও ৮১১জন । বর্তমানে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১১,৯৮৩। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫,৮৪,৬৭০জন। সংক্রমনের শহর গুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা । রাজ্য গুলির মধ্যে সংক্রমনের সর্বপ্রথমে রয়েছে উত্তর ২৪ পরগণা,পুরুলিয়া, উত্তর দিনাজপুর, কালিম্পং।

কলকাতায় বর্তমান করোনা আক্রান্ত ২৪৭ । বুধবারে করোনার কবলে পড়েছেন ১৪৪জন। এছাড়া পুরুলিয়া, উত্তর দিনাজপুর, কালিম্পং এ আক্রান্ত ১ ও ২ করে । চব্বিশ ঘন্টায় আর টি পি সি আর টেস্ট করা হয়েছে ৩০হাজার ১৯টি ,যার মধ্যে ২.০৬ শতাংশ পজিটিভ রিপোর্ট।যদি পরীক্ষার হার এবং সংক্রমণ এরূপ হয় তবে সংক্রমণের গ্রাফ বাড়ছে কেনো এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি এ নিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন যে চিঠিতে তিনি উল্লেখ করেছেন গত এক মাসে কলকাতা-সহ দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়িতে পজিটিভিটি রেট ২ শতাংশেরও বেশি , ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছিলো ৬৭ হাজার ৬৪৪ জনের। আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলি, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে করোনা পরীক্ষার হার কমলো কেনো, এসব বিষয় তিনি চিঠিতে উল্লেখ করেন। করোনার গ্রাফ যদি এভাবে প্রতিদিন বাড়তে থাকে তবে রাজ্যবাসীকে আবার হয়তো প্রস্তুত থাকতে হবে তৃতীয় লকডাউনের জন্য।




Back to top button