বিশ্বকাপে অ্যামেলিয়া কের অল-রাউন্ড পারফরমেন্সে ধরাশায়ী ভারত তনয়ারা

রাজকুমার মণ্ডল, কলকাতা : মহিলা বিশ্বকাপে (‌ Women’s World Cup )‌ অ্যামেলিয়া কের অল-রাউন্ড পারফরমেন্সে ভারতকে ৬২ রানে ধরাশায়ী করল নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২২-এ নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে ৬২ রানে জয়ী। হারমনপ্রীত কৌরের সাহসী ৭১ রানের প্রচেষ্টা ব্যর্থ। হোয়াইট ফার্নসের সাহচর্যে অ্যামেলিয়া কেরের অলরাউন্ড (‌ Women’s World Cup )‌  প্রচেষ্টায় অনেকটাই অগ্রসরমান কিউইরা। অ্যামেলিয়া দুর্দান্ত হাফ সেঞ্চুরি ও তিনটি উইকেট তুলে নিয়ে ব্লু ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে জয় ছিনিয়ে আনে। ২৬১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে নিউজিল্যান্ডের কাছে আটকে গেল ভারত।Women World Cup

ভারতীয় ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া এবং স্মৃতি মান্ধানার শুরুটা খারাপ হওয়ায় রান পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল। জেস কের মান্ধানা ৬ রানে আউট হন। দীপ্তি শর্মাও বেশিক্ষণ স্থায়ী হননি। লিয়া তাহুহু ৫ রানে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে (‌ Women’s World Cup )‌  ফেরেন। ভাটিয়া এবং মিতালি রাজের চেষ্টার সত্ত্বেও রানের গতি বাড়েনি। । ভাটিয়া, হরমনপ্রীত কৌর দুই সিনিয়র ভারতীয় ব্যাটার একই ভুল স্টেপিংয়ে উইকেট ছুঁড়ে দিলেন । ২৬১ রান তাড়া করতে গিয়ে ভারত তনয়ারা হিমসিম। ৩০ তম ওভারে, অ্যামেলিয়া কের পরপর ডেলিভারিতে মিতালি রাজ এবং রিচা ঘোষের উইকেট পতন ভারতীয়দের দুর্ভোগ বাড়িয়ে তোলে।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌ বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে ঝুলন, ৩৯ এ গোস্বামীর পাশাপাশি উজ্জ্বল পূজা ভাস্ত্রকার

ভারতের উইমেন ইন ব্লু শেষ পর্যন্ত ১৯৮ রানে সকলে সঁপে দেন কিউইদের হাতে। পূজা ভাস্ত্রকার আগে চার উইকেট নিয়ে ভারতকে নিউজিল্যান্ডকে ২৬০/৯-এ নিউজিল্যন্ডকে বেঁধে রেখেছিলেন। অ্যামি স্যাটারথওয়েট এবং অ্যামেলিয়া কের দুজনেই যথাক্রমে ৭৫ এবং ৫০ রান করেন। নীল তনয়াদের  (‌ Women’s World Cup )‌ হয়ে চার উইকেট নেন পূজা ভাস্ত্রকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সমতা আনেন ঝুলন গোস্বামী। ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম অনুগত ক্রিকেটার। শেষে রাজেশ্বরী গায়কওয়াদ দুই ব্যাটারকে আউট করেন। অবশেষে ৬২ রানে পরাস্ত ভারতীয় মহিলা ক্রিকেট দল।




Leave a Reply

Back to top button