College Reopening- প্রতিবন্ধকতাও রুখতে পারেনি তাঁকে, হোস্টেল না খোলায় সমস্যায় একাধিক পড়ুয়া, কাঠগড়ায় শিক্ষামহল

কলেজ খুলেছে প্রায় ২০ মাস পরে। অনলাইন পড়াশোনার প্রথা থেকে বেরিয়ে ফিরে আসা পরম্পরাগত পদ্ধতিতে। খুশির আমেজ রাজ্যের পড়ুয়াদের মধ্যে। কিন্তু এই খুশির আমেজের মধ্যেও বিষাদের ছায়া। কলেজ খুললেও এখনও হোস্টেল খোলেনি অধিকাংশ কলেজের। সেই কারণে সমস্যায় পড়তে হচ্ছে বহু পড়ুয়াদের।

রোহিত রায়ও তাদেরই মধ্যে একজন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পঠনরত এবং শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম সে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছে তাঁর ষোলোআনা। তাই কলেজ খুলতেই প্রথম দিনে কলেজে হাজির সে। অনলাইন ক্লাসে পড়াশোনা চালিয়ে গেলেও প্র্যাকটিকাল করা যায় না। আর সেই প্র্যাকটিকাল ক্লাসের প্রতি আকৃষ্টতা ও ভালোবাসা এবং তাঁর পাশাপাশি শেখার ইচ্ছেকেই পরিপূর্ণ করতে সুদূর নবদ্বীপ থেকে ছুটে এসেছেন রোহিত। ভূগোলের ছাত্র তিনি, প্র্যাকটিকাল নাহলে তাঁর চলে না। কিন্তু সশরীরে কলেজে এসেও বিপদে পড়তে হচ্ছে বারংবার।

বাংলা খবর,খবর,কলকাতা,প্রেসিডেন্সি কলেজ,বিশ্ববিদ্যালয়,কলেজ,প্রতিবন্ধি ছাত্র,হোস্টেল,handicapped student,presidency university,college,kolkata,bengali news,news,kolkata news,college reopening,hostel,hostel life

রোহিতের মা রেবা রায় জানিয়েছেন, তিনি লিফটের ব্যবহার জানেন না। তাই বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে সিঁড়ি মাধ্যমেই চলা ফেরা করতে হয়। অন্য উপায় নেই। পাশাপাশি, কলেজ হোস্টেলও এখনও খোলেনি। যদিও সিঁড়ি দিয়ে নামার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে  তাঁকে ব্যবস্থায় করে দেওয়া হয়েছিল হুইল চেয়ারের। ভূগোলে পিএইচডি করতে চান রোহিত, চোখে রয়েছে হাজারও স্বপ্ন। স্বপ্নকে ছুঁতে সমস্ত বাধ্যবাধকতার সীমানা পেরিয়ে ছুটছে সে।

আরও পড়ুন….India’s Mr Universe- ভারতের প্রথম বিশ্বশ্রী, বাংলার সোনার সন্তানের মাসেলে

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তরফে গত ১৬ই নভেম্বর থেকে রাজ্যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়। সমস্তরকম কোভিডবিধি মেনেই চালু হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, এমনটাই জানানো হয় শিক্ষা দফতর তরফে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশে বেশ খুশি হয় রাজ্যের পড়ুয়ারা। কিন্তু কলেজ খুললেও খোলেনি হোস্টেল, ফলে দূর থেকে আসা কলেজ পড়ুয়াদের পড়তে হয় সমস্যার সম্মুখীনে। যার শিকার রোহিতের মতো বহু ছাত্র-ছাত্রীই। কলেজ খুললেও আসতে পারছেন না বা এলেও মাথার উপরের ছাদটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।




Back to top button