প্রচারে বেরিয়ে আক্রান্ত দিলীপ ঘোষ, মাথা ফাটল বিজেপি সমর্থকের! কারা দিল ‘জয় বাংলা’ স্লোগান?

ক্রমেই বাড়ছে নির্বাচনী পারদ। এদিকে ভবানীপুরের হেভিওয়েট ম্যাচের বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী মন্ত্রে ভর করেই জোরদার প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। এবার সেই প্রচারে বেরিয়েই যদুবাবুর বাজারের কাছে আক্রান্ত হলেন বিপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে সোমবার সকাল থেকেই ফের উত্তপ্ত বাংলার রাজ্য-রাজনীতি। এমনকী দিলীপর সঙ্গে থাকা এক বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। অভিযোগের তির শাসকদলের দিকে।

সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সকালে হরিশ মুখার্জী রোডে প্রচার ছিল দিলীপ ঘোষের। একই জায়াগায় প্রচারে গিয়েছিলেন অর্জুন সিংও। সূত্রের খবর, প্রথমে অর্জুনের গাড়ি লক্ষ্য করেই জয় বাংলা স্লোগান দিতে থাকে অটো সওয়ারি একদল যুবক। এমনকী অর্জুন সিংয়ের গাড়ির উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ। তুমুল ধস্তাধস্তি হয় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে।

Bhabanipur by-election,attacked Dilip Ghosh,BJP candidate in Bhabanipur,TMC's Joy Bangla slogan,BJP state president,BJP leader Dilip Ghosh,ভাবানীপুর উপনির্বাচন,আক্রান্ত দিলীপ ঘোষ,ভবানীপুরে বিজেপি প্রার্থী,টিএমসি-র জয় বাংলা স্লোগান,বিজেপির রাজ্য সভাপতি,বিজেপি নেতা দিলীপ ঘোষ

এরপর ওই এলাকায় দিলীপ ঘোষ পৌঁছালে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই সময় দেবেন্দ্র রোডে প্রচার করছিলেন দিলীপ। বিলি করছিলেন লিফলেট। আর ঠিক তখনই একটি টিকাকরণ কেন্দ্রে ঢুকে টিকাকরণ প্রক্রিয়ায় নজরদারি করতে গেলে ঘাসফুল সমর্থকেরা তেড়ে আসে বলে অভিযোগ। ফের উঠতে থাকে জয় বাংলা স্লোগান। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে পদ্ম সমর্থকেরাও। সেই সময় বেধড়র মারধর করা হয় বিজেপি সমর্থকদের। আর তখনই মাথা ফাটে ভাবনারায়ন সিংহ নামে এক পদ্ম সমর্থকের। তাঁক ইতিমধ্যেই আশুতোষ মুখার্জি রোডের কাছাকাছি একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

Bhabanipur by-election,attacked Dilip Ghosh,BJP candidate in Bhabanipur,TMC's Joy Bangla slogan,BJP state president,BJP leader Dilip Ghosh,ভাবানীপুর উপনির্বাচন,আক্রান্ত দিলীপ ঘোষ,ভবানীপুরে বিজেপি প্রার্থী,টিএমসি-র জয় বাংলা স্লোগান,বিজেপির রাজ্য সভাপতি,বিজেপি নেতা দিলীপ ঘোষ

এদিকে ভবানীপুরের হাইভোল্টেজ নির্বাচন নিয়ে পারা চড়ছে গত কয়েকদিন ধরেই। এমনকী একাধিকবার ভাবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ভাবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। শাসকদল নাকি ভয় পেয়েই এসব কাজ করছে বলে দাবি করেছে পদ্ম শিবির। অন্যদিকে সোমবারের ঘটনা নিয়ে দ্রুত নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

 




Back to top button