Bhabanipur By Poll: ‘দিদি’র পাড়ায় ‘বাধা’ প্রিয়াঙ্কাকে, প্রতিবাদে কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি
ভবানীপুরে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুই ফুল পক্ষ সহ দোষারোপ-পাল্টা অভিযোগে জড়িয়েছে বামেরা। সম্প্রতি দুয়ারে দুয়ারে প্রচার শুরু করেছেন গেরুয়া প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর সেই ভোটপ্রচারে বেরিয়েই নাকি ‘বাধা’ পেয়েছেন নেত্রী, দাবি বঙ্গবিজেপির।প্রতিবাদে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ পদ্মশিবির।
প্রচারে বাধা দিয়েছে তৃণমূল, প্রতিবারের ন্যায় এইবারও শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি দিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী সহকারী সজল ঘোষ। চিঠিতে লেখা হয়েছে, ‘ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে ডোর-টু-ডোর ক্যাম্পেনে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়।’ ঘটনায় শাসকদলকে সাহায্য করেছে পুলিশ, অভিযোগ বিজেপির।
উপনির্বাচনের প্রচার শুরুর পর থেকেই বারংবার প্রচারে বাধাদানের অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এইবারের ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি কারণ অকুস্থল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া।জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকে দুয়ারে দুয়ারে প্রচারের কথা ছিল প্রিয়াঙ্কার। যদিও বিজেপি প্রার্থী পৌঁছানোর পরই নাকি ‘পুলিশি মদতে’ প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। চিঠিতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে এহেন অপ্রত্যাশিত ঘটনায় নির্বাচন কমিশনের কড়া হস্তক্ষেপ চেয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।চিঠিতে অবিলম্বে গোটা ভবানীপুরে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছে পদ্মশিবির। পুলিশ-প্রশাসনের অসহযোগিতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া যে উপায় নেই, তাও সাফ জানিয়েছেন প্রিয়াঙ্কা। কালীঘাট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নির্বাচনী বিধিভঙ্গের ঘটনা ঘটলেও ভ্রূক্ষেপ নেই পুলিশের, কটাক্ষ বিজেপির।
‘বাধাদান’-এই ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটবার্তায় মালব্যর কড়া প্রতিক্রিয়া, “ভবানীপুরে জয়লাভের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক অনিশ্চিত, আর তাই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচার করতে বাধা দেওয়া হল। এই কাজের নির্দেশ সম্ভবত মমতাই দিয়েছেন।” যদিও এসব করে যে সফল হবে না ঘাসফুল শিবির, তা সাফ জানিয়েছেন মালব্য।