Covid Update – রাজ্যে কোভিড দাপট অব্যাহত, ফের ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে তিলোত্তমা

নেহা চক্রবর্তী, কোলকাতা– ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গে স্কুল এবং কলেজ শুরু হয়েছে ধাপে ধাপে। আংশিক দিন অফলাইন ও বাদবাকি দিন অনলাইনেই ক্লাস করছে পড়ুয়ারা। তবে ধাপে ধাপে করোনা না বাড়লেও এক ধাক্কায় কলকাতায় শনিবার সক্রিয় করোনা আক্রান্তদের (Covid Patient) সংখ্যা প্রায় দু হাজারের কাছাকাছি।

শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ২৪২ জন , গত ২৪ ঘণ্টায় চোখের নিমেষেই তা বেড়ে হলো ৮৭৭ জন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ১০৭ জন । একদিনে করোনা পরীক্ষা বা আর সি পি টি আর পরীক্ষা (RT PCR Test) হয়েছে ৪৪ হাজার ৩২২টি যার মধ্যে পজিটিভ ১.৯৮ শতাংশ। আপাতত কিছু জেলায় করোনার থাবা এখনও বেশ ভালোভাবেই পড়ছে , সমীক্ষায় যদিও সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।

রাজ্যে করোনার খবর,কোভিড আপডেট,করোনার বাংলা খবর,রাজ্য করোনা আক্রান্তের খবর,করোনা ভাইরাসের খবর,রাজ্যের খবর,Corona News in the State,Covid Update,Corona Bangla News,State Corona Infected News,Corona Virus News,State News

গত চব্বিশ ঘণ্টায় দশটি জেলার করোনা পরিস্থিতির রিপোর্ট তথা আক্রান্ত, সুস্থতা ও মৃত্যুর হার নিম্নরূপে উল্লেখিত করা হলো–

১)কলকাতা– শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ২৩৩ জন। নতুন ভাবে আক্রান্ত ২৪২ জন, সুস্থ ২২৫ জন, মৃত্যু: শুক্রবার-২।

২)উত্তর ২৪ পরগনা- শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ১৬১ জন। নতুন ভাবে আক্রান্ত ১৫৮ জন, সুস্থ ১৪০ জন, মৃত্যু: শুক্রবার-২।

৩)দক্ষিণ ২৪ পরগনা– শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ৬৭ জন। নতুন করে আক্রান্ত ৭৬ জন, সুস্থ ৬৯ জন, মৃত্যু:০।

৪)পুরুলিয়া– শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ২ জন। নতুন ভাবেকরোনা আক্রান্ত ৪ জন, সুস্থ ২ জন,  মৃত্যু: ০।

৫)বাঁকুড়া–শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ৩৭ জন। নতুন ভাবে করোনা আক্রান্ত ১৮ জন, সুস্থ ২২ জন,  মৃত্যু: ০।

৬)বীরভূম– শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ১৫ জন। নতুন ভাবে করোনা ১৯ আক্রান্ত জন, সুস্থ ১৫ জন, মৃত্যু: ০।

৭)ঝাড়গ্রাম– শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ৩ জন। নতুন ভাবে করোনা আক্রান্ত ৮ জন, সুস্থ ৫ জন, মৃত্যু: ০।

৮)জলপাইগুড়ি– শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ১৭ জন।নতুন ভাবে করোনা আক্রান্ত ১৭ জন, সুস্থ ১৩, মৃত্যু: শুক্রবার-১।

৯)উত্তর দিনাজপুর– শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ৭ জন।নতুন ভাবে করোনা আক্রান্ত ৮ জন, সুস্থ ৭ জন, মৃত্যু: ০।

১০)দক্ষিণ দিনাজপুর- শুক্রবার আক্রান্তদের সংখ্যা ছিলো ২৮ জন। নতুন ভাবে করোনা আক্রান্ত ২৪ জন, সুস্থ ২৪ জন, মৃত্যু: ০।




Back to top button