ফের রঙীন ফেসবুকের দেওয়াল! ব়্যাপারের সাজেই ঝড় তুললেন ‘কালারফুল’ মদন
বায়োপিকের কথা শোনা গিয়েছিল আগেই। এবার পুজোর আবহে নতুন মেজাজে ধরা দিলেম মদন মিত্র। ফেসবুকে পোস্ট করলে ছবিও। আর তাতেই পড়েছে সাড়া। প্রসঙ্গত উল্লেখ্য, দেবীপক্ষের আগেই আসবে মদন মিত্রের কণ্ঠে তাঁরই অভিনীত ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’ গানের ভিডিও। তারই শ্যুটিং চলছে গত কয়েকদিন ধরে। এদিকে কখনও হলুদ পাঞ্জাবি, লাল ধুতি তো আবার কখনও ব়্যাপের সাজ, ঝড় তুলছেন কালারাফুল মদন মিত্র।
এদিকে রাজনীতির ময়দান হোক বা প্রত্যাহিক জীবন বরাবরই রঙীন মদন মিত্র। এমনকী ফেসবুকে রঙিন চশমা পরে তাঁর লাইভ বরাবরই চমকে ওঠে আট থেকে আশি, সকলেই। বারেবারেই তার গানে মুর্ছা যায় গোটা নেট পাড়া। ভাইরালও হয় একের পর এক পোস্ট। এদিকে বৃহস্পতিবার সকালে কালো পাঞ্জাবি আর হলুদ ডিজাইনার চাদর গায়ে প্রচারে নামেন মদন। লক্ষ্য ভাবনীপুরে জেতাতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে। এবার তারই মাঝে মদন মিত্রের নতুন সাজে নতুন পোস্ট নতুন করে রঙীন করে তুলছে ফেসবুকের দেওয়াল।
এদিকে ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’ গান নিয়েও উন্মাদনে রয়েছে তুঙ্গে। এটা যে কোনো সাধারণ গান নয়, বরং পরতে পরতে লেগে রয়েছে রাজনীতির ছোঁয়া তা আর নতুন করে কাউকে বলে দিতে হয় না।এদিকে বর্তমানে ভবানীপুর নির্বাচন নিয়ে ঘাসফুল শিবিরে ব্যবস্তা ধরা পড়লেও লক্ষ্য যে চব্বিশের লোকসভা তা ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছে মমতা ব্রিগেড। আর তার আগে মদন মিত্রের এই গান যে তৃণমূল শিবিরে নতুন করে অক্সিজেন জোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।