JU-CU opens- শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলেও ক্যাম্পাসে আসায় নিষেধাজ্ঞা প্রথম বর্ষের পড়ুয়াদের

১৬ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যেতে চলেছে, এই নির্দেশ আগেভাগেই চলে এসেছিল রাজ্য সরকার তরফে। এই পরিস্থিতিতে, যাদবপুরের(Jadavpur University) কার্যনির্বাহী কাউন্সিল(Executive Council) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৬ই নভেম্বর থেকে ফের আগের মতো শুরু হচ্ছে কলেজ ক্যাম্পাস(Campus)। এবং তার প্রেক্ষিতে জারি হয়েছে, নয়া সময়সূচী(Timeline) এবং বিভিন্ন স্বাস্থ্যবিধি। বিশ্ববিদ্যালয়ের(University) সমস্ত বিভাগের(Department) এইচওডি(HOD) ক্লাসভিত্তিক ও বছরভিত্তিক সময়সূচী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। এবং তার ভিত্তিতেই সিধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ডাকা হবে না।

বিশ্ববিদ্যালয়ে জুড়ে তৈরি হয়েছে  আইসোলেশন জোন(Isolation Zone)। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস(Main Campus) ও সল্টলেক ক্যাম্পাসের(Saltlake Campus) জন্য দুটি করে পর্যবেক্ষণ কক্ষের স্থাপন করা হয়েছে। জীবনবিজ্ঞান, জৈবপ্রযুক্তি, ভূগোল ও ইলেকট্রনিক্স বিভাগের তরফে ক্যাম্পাসে ডাকা হবে দ্বিতীয়বর্ষের স্নাতকোত্তরের পড়ুয়াদের। কলা বিভাগ তরফে, স্নাতকের এক বছর ও স্নাতকোত্তরের একবছরের পড়ুয়ারা ক্যাম্পাসে আসতে পারে। অপরদিকে, ইঞ্জিনিয়ারিং তরফে, প্রথমবর্ষ ও দ্বিতীয়বর্ষ স্নাতকোত্তরের পড়ুয়ারা। এছাড়াও পিএইচডি ও এমফিলের পড়ুয়ারাও ক্যাম্পাসে আসতে পারে।

Kolkata news,Kolkata latest news,Kolkata news live,Kolkata news today,Today news Kolkata,JU,CU,কলকাতার খবর,কলকাতার সর্বশেষ খবর,কলকাতার খবর লাইভ,কলকাতার খবর আজকের,আজকের খবর কলকাতা,যাদবপুর,কলকাতা,বিশববিদ্যালয়
Jadavpur University

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সময়সূচীর ভিত্তিতে শুধুমাত্র দ্বিতীয়বর্ষের স্নাতকোত্তরের পড়ুয়ারা কলেজ ক্যাম্পাসে আসতে পারে। অপরদিকে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, শুধুমাত্র অন্তিমবর্ষের শিক্ষার্থীরাই কলেজ ক্যাম্পাসে আসতে পারবে। তবে এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এখনও কোনো সিধান্ত নেয়নি।

আরও পড়ুন….Children’s Day- ১৪ নভেম্বর দিনটিকেই কেন ‘শিশু দিবস’ হিসাবে পালন করা হয়, জানেন কি সেই ইতিহাস

আগামী ১৬ই নভেম্বর থেকেই রাজ্যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে পড়ুয়ারা বিচ্ছিন্ন প্রথাগত পড়াশোনা থেকে। সব কিছু চলছিল অনলাইনেই, যার জেরে একাধিক পড়ুয়া এমনকি শিক্ষক-শিক্ষিকা তরফেও বার্তা আসছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার। অবশেষে দীর্ঘ বাঁধা বিপত্তি পেরিয়ে এবার পুনরায় খোলার পথে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। চলছে জীবাণুমুক্তিকরণ প্রক্রিয়া, প্রতিনিয়ত রিপোর্ট যাচ্ছে প্রশাসনিক মহলে। তবে এই সবের পাশাপাশি দৈনিক সংক্রমণেও দেখা যাচ্ছে খানিক বৃদ্ধি। যা খানিক চিন্তার বিষয়। তবে সম্পূর্ণটাই আগামীর উপর নির্ভরশীল।




Back to top button