বছর শুরুতেই বাঙালির জন্য অপেক্ষা করছে জোড়া উপহার, ঘোষণা আন্তর্জাতিক বইমেলা-চলচিত্র উৎসবের
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই বারো মাসে তেরো পার্বণের মধ্যেও আবার যুক্ত হয়ে পড়ে আরও একাধিক পার্বণ বা উৎসব। সুতরাং, ইহা বলাই যায় যে, বারো মাসে অগুন্তি পার্বণ। আজই ঘোষণা হল আন্তর্জাতিক চলচিত্র উৎসব ও বইমেলার দিনক্ষণ। আগামী ৭ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ১৪ই জানুয়ারি পর্যন্ত। এরপর ৩১ জানুয়ারি সূচনা হতে চলেছে কলকাতা বইমেলার।
সুতরাং বলা যেতেই পারে, জানুয়ারিতে জোড়া উপহার পেতে চলেছে রাজ্যবাসী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ৭ জানুয়ারি ও কলকাতা বইমেলা শুরু হতে চলেছে ৩১ জানুয়ারি থেকে। এর মধ্যে চলচিত্র উৎসব চলবে ১৪ই জানুয়ারি পর্যন্ত। সোমবার এমনই ঘোষণা রাজ্য সরকার পক্ষ থেকে।
আন্তর্জাতিক চলচিত্র উৎসব ও বইমেলা- এই দুইয়ের সঙ্গে অতপ্রতোভাবে জড়িয়ে বাঙালি। করোনা সংক্রমণের জেরে গতবার আয়োজন হয়নি বইমেলার। যার জেরে বেশ মন খারাপ হয়েছিল বইপ্রেমীদের। অপরদিকে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল প্রকাশকরা। তবে এবার আর সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে না বলেই আশা জোগাচ্ছে রাজ্য সরকার। দিন ঘোষণার সাথে সাথেই রাজ্যের হাওয়া বদল। নিশ্চিন্ত প্রকাশক থেকে শুরু করে ছোট বড় বই বিক্রেতারা।
আরও পড়ুন……স্বপ্নের বাড়ি তৈরির সাথী হোম লোন, জেনে নিন সমস্ত পদ্ধতি
২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি প্রতিবেশী বাংলাদেশ।