Kolkata Civic Polls: পুর প্রচারে নচিকেতা, কর্মসূচী নয় ধর্মসূচী আছে বিজেপির

উত্তপ্ত রাজ্য(State) রাজনীতি(Politics)। আগামী ১৯ ডিসেম্বর(19th December) কলকাতায়(Kolkata) আয়োজিত হয়েছে পুরভোটের(Civic Polls)। ফলত, বেশ কয়েকদিন ধরেই শহর জুড়েই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার(Election Campaign)। বাংলা বিধানসভা নির্বাচনে তৃতীয়বার জয় লাভের পর থেকেই তৃণমূলে দলের মধ্যে তৈরি হয়েছে এক বিজয়ী মনোভাব। এবার সেই বিজয় মনোভাব নিয়েই পুরভোটের লড়াইয়ে ফের বিজেপি বিরোধী দল হয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। জোরকদমে চলছে পুরভোটের প্রচার। আজ প্রচারের শেষ লগ্নে তৃণমূলের নির্বাচনী প্রচারের বিশেষ মুখ নচিকেতা(Nachiketa Chakraborty)। প্রচারে নেমেই তিনি লাগাতর আক্রমণ শানালেন বিজেপি’কে। তাঁর দাবি, আগামী দশ বছরেও কলকাতায় দাঁত ফোটাতে পারবে না বিজেপি(BJP)।

এর আগেও বহুবার তৃণমূলের(TMC) হয়ে নির্বাচনী(Election) প্রচারে(Campaign) দেখা গেছে গায়ককে। যে ওয়ার্ডে শিল্পির(Artist) নামে “কফি শপ” রয়েছে সেখানেই নিজের প্রচারকার্য(Campaigning) সারলেন তিনি। তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের হয়ে প্রচার সেরেছেন তিনি। নচিকেতা(Nachiketa) অবশ্য বলেছেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সমর্থক। তাই তৃণমূলের হয়েই প্রচার করব। আর বাপ্পা! ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা একে অপরকে সম্মান করি, ভালোবাসি। ওর হয়ে প্রচারে নেমেছি। কারণ, এই ওয়ার্ডে যে ভালো কাজগুলি হয়েছে তা এককথায় অসাধারণ।”

কলকাতা,পুরভোট,মমতা বন্দ্যোপাধ্যায়,নচিকেতা চক্রবর্তী,বিজেপি,বাম,kolkata,mamata banerjee,nachiketa chakraborty,civic polls,BJP,বাংলা খবর,খবর,রাজনীতির খবর,বাংলা নির্বাচন,কলকাতা পুরভোট,পুরভোট নির্বাচনী প্রচার,নচিকেতা,বিজেপিকে কটাক্ষ নচিকেতার,Kolkata Civic Polls,Nachiketa Chakraborty in TMC Rally,পুরভোটে তৃণমূলের প্রচারে নচিকেতা,Kolkata Municipal Corporation Elections 2021,Nachiketa,Nachiketa Chakraborty Campaigning for TMC

পাশাপাশি, বিরোধীদের কটাক্ষের জবাবে তাঁর বক্তব্য, “আমার কাছে অনেকগুলি পুরানো ছবি আছে। চাইলেই দেখিয়ে দেব। তাহলেই বুঝে যাবেন কলকাতা কী ছিল আর কলকাতা কী হয়েছে।” এদিন প্রচারে এসে বিজেপিকে কটাক্ষ করতে পিছপা হননি শিল্পী। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ওদের কোনো কর্মসূচী নেই। ওদের আছে শুধুই ধর্মসূচী। ভোটের আগে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। যারা আমার জ্ঞান শোনেন, তাঁরা কখনোই ধর্মের নামে বিভাজিত হবেন না। আমার এই বিশ্বাস মানুষে উপর আছে।”

আরও পড়ুন….Municipal Polls- পুরভোট নির্বাচনে টিকিট পাবে না অসুস্থ বা বয়স্ক প্রার্থী, সাফ বার্তা তৃণমূলের

তবে শিল্পী প্রচারে বেরিয়ে শুধুই যে বিজেপিকে কটাক্ষ করেছেন এমনটা মোটেই নয়। এদিন তিনি বামেদের উদ্দেশ্যেও কটাক্ষ করে বলেন, “ওটা এখন সিনিয়র সিটিজেনদের দল।” প্রসঙ্গত, খুব শীঘ্রই মদন মিত্র ও নচিকেতা চক্রবর্তীর তরফে একটি নতুন গান আসছে। মূলত কলকাতা পুরভোটে প্রচারের লক্ষ্যেই এই গান। যেখানে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী এবং ভাষ্যপাঠ করেছেন মদন মিত্র। দুজনের সখ্যতা দীর্ঘদিন ধরেই আছে। সেই পরিচয় সুত্রেই এবার আসতে চলেছে নতুন গান। শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে এই গান শোনা যাবে। মদন মিত্র জানিয়েছেন, “গাইছে নচি, বলছে মদন মিত্র।” শীঘ্রই এই গান প্রকাশিত হতে চলেছে।




Back to top button