KMC Result: ঘাসফুল ঝরে ফের মাতল তিলোত্তমা, তুরুপের তাস কি তাহলে নির্দল প্রার্থীরাই

শহর(City) জুড়ে আজ সবুজের ছোঁয়া। কলকাতা পুরভোটের(Kolkata Municipal Poll) গণনা শুরু হওয়া থেকেই দৃঢ় বিশ্বাস ছিল জেতার। আর সত্যি বলতে শাসকের জয় নিয়ে কোনও সন্দেহই ছিল কারোর মনেই। পরিক্ষাটা সংখ্যাগরিষ্ঠতা কিংবা বলা চলে জয়ের ছিল না। ছিল অবাধ ভোট, সন্ত্রাসহীন শান্ত পরিবেশের। শহর জুড়ে আজ তৃণমূল(TMC) কর্মীরা মেতে উঠেছে জয়ের আনন্দে। তৃণমূলের দাবি ছিল ১৩৪-এর কম নয়। অর্থাৎ ১৪৪টি ওয়ার্ডের(Ward) মধ্যে ১৩৪টি যে তাঁদের ঝুলিতে ঢুকবে তা নিয়ে একটা দৃঢ় বিশ্বাস আগে থেকেই ছিল। আর সেই বিশ্বাসেই এবার পড়লো শীলমোহর। ১৩৪টি ওয়ার্ডে জয় লাভ করলো তৃণমূল। এর আগে ২০১৫ সালে ১১৪টি ভোটে জিতেছিল। এবারে সেই সংখ্যা ছুঁয়ে গেল ১৩৪। জয় নাকি মহাজয় বোঝা মুশকিল।

KMC,Mamata Banerjee,TMC,BJP CPM,মমতা বন্দ্যোপাধ্যায়,কলকাতা,কলকাতা পুরভোট,তৃণমূল,বাম,বিজেপি,Kolkata Municipal Election 2021,KMC Polls 2021,Kolkata Municipal Election,KMC Poll,BJP,কলকাতা পুরসভা,১৪৪ ওয়ার্ড,কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়,পুরভোটে ফের মমতার জয়,মহানগরে সবুজের ছোঁয়া

কিন্তু এই জয়ের মধ্যেও রয়েছে পরাজয়ের স্বাদ। ২০১৫ সালের পুরভোটকে মাথায় রেখে প্রতিশ্রুতি ছিল শান্তিপূর্ণ ভোটের। কিন্তু আদতেই কি তা সম্ভব হয়েছে? রাজ্য জুড়ে এই প্রশ্ন বারংবার মাথা চাড়া দিয়ে উঠলেও নজরে পড়ছে না কারোরই। ২০১৫-এর মতোই ২০২১ কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রক্তপাত থেকে বোমাবাজি, শহর ঘিরে তৈরি হয়েছিল বেশ উত্তপ্ত পরিস্থিতি। দেখা গিয়েছিল, বেনজির বিক্ষোভ। কিন্তু এই সমস্ত অভিযোগগুলিকে একেবারে নস্যাৎ করে দিয়েছে মুখ্যমন্ত্রী।

KMC,Mamata Banerjee,TMC,BJP CPM,মমতা বন্দ্যোপাধ্যায়,কলকাতা,কলকাতা পুরভোট,তৃণমূল,বাম,বিজেপি,Kolkata Municipal Election 2021,KMC Polls 2021,Kolkata Municipal Election,KMC Poll,BJP,কলকাতা পুরসভা,১৪৪ ওয়ার্ড,কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়,পুরভোটে ফের মমতার জয়,মহানগরে সবুজের ছোঁয়া

উল্লেখ্য, পুরভোট জুড়ে একাধিক অভিযোগের পরেও শহর জুড়ে ফুটে উঠলো ঘাসফুল। তৃণমূলের হয়ে ৩১ নং ওয়ার্ড থেকে জিতেছে পরেশ পাল, ১৩১ নং ওয়ার্ড থেকে জিতেছে রত্না চট্টোপাধ্যায়, ৭৩ নং ওয়ার্ড থেকে জিতেছে কাজরী বন্দ্যোপাধ্যায়, ৬৮ নং ওয়ার্ড থেকে জিতেছে সুদর্শনা মুখোপাধ্যায়, ৪৮ নং ওয়ার্ড থেকে জিতেছে বিশ্বরূপ দে, ৯১ নং ওয়ার্ড থেকে জিতেছে বৈশ্বানর চট্টোপাধ্যায়, ১০৯ নং ওয়ার্ড থেকে জিতেছে অনন্যা বন্দ্যোপাধ্যায়, ৮নং ওয়ার্ড থেকে জিতেছে পুজা পাঁজা, ৯৬ নং ওয়ার্ড থেকে জিতেছে বসুন্ধরা গোস্বামী, ৮১ নং ওয়ার্ড থেকে জিতেছে জুই বিশ্বাস, ৬২ নং ওয়ার্ড থেকে জিতেছে সানা আহমেদ, ২ নং ওয়ার্ড থেকে জিতেছে কাকলী সেন, ৫ নং ওয়ার্ড থেকে জিতেছে তরুণ সাহা, ৯৮ নং ওয়ার্ড থেকে জিতেছে অরুপ চক্রবর্তী, ১১৮ নং ওয়ার্ড থেকে জিতেছে তারক সিংহ, ৯৭ নং ওয়ার্ড থেকে জিতেছে দেবব্রত মজুমদার, ৫৬ নং ওয়ার্ড থেকে জিতেছে স্বপন সমাদ্দার, ৮২ নং ওয়ার্ড থেকে জিতেছে ফিরহাদ হাকিম, ৮৮ নং ওয়ার্ড থেকে জিতেছে মালা রায়, ১১ নং ওয়ার্ড থেকে জিতেছে অতীন ঘোষ, ৮৫ নং ওয়ার্ড থেকে জিতেছে দেবাশিস কুমার।

আরও পড়ুন……Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার এখন গড়ের মাঠ, মমতার একের পর এক প্রোজেক্টে পড়েছে ‘লালবাতি’

প্রসঙ্গত, ২০১৫-এর পুরভোটের তুলনায় এই বছর বিজেপিতে দেখা গেছে পারদ পতন। সেই বছর বিজেপির দখলে গিয়েছিল ৭টি ওয়ার্ড, সেখানে ২০২১ পড়তে পড়তে তা নেমেছে ৩টি ওয়ার্ডে। এছাড়াও, অন্যান্যদের ক্ষেত্রে দেখা যায়নি কোনও পরিবর্তন। তবে ২০২১ পুরযুদ্ধে জয়ী ৩ নির্দল প্রার্থী এবার যুক্ত হতে চলেছে তৃণমূলে। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৫ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ, ৪৩ নং ওয়ার্ডে জয়ী আয়েশা কানিজ এবং ১৪১ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী পুর্বাশা নস্কর। এর মধ্যে ১৪১ নং ওয়ার্ড জয়ী পূর্বাশা নস্কর ও ১৩৫ নং ওয়ার্ড জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ তৃণমূল আসার ইচ্ছা প্রকাশ করেছে। ফলাফল বেরোতেই তাঁদের মধ্যে দেখা গিয়েছে শাসক দলে যাওয়ার প্রবণতা। তাঁদের দাবি, মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তাঁরা যোগদান করতে চায় তৃণমূলে। এই পরিস্থিতি তৃণমূলের বক্তব্য, সমস্ত কার্য প্রক্রিয়া শুরু হওয়ার আগে তাঁদের বিষয় নিয়ে আলোচনা করে নেবে দল। এই পরিস্থিতিতে একটি বিষয় লক্ষ্যণীয় তা হল, পুরভোটের এই ময়দানে আবার নতুন করে জয়ী নির্দল প্রার্থীদের তৃণমূলে যোগ শহরজুড়ে মমতা রাজকেই সুনিশ্চিত করছে। নির্দল প্রার্থীদের যোগ দানের ফলে তৃণমূলের ওয়ার্ড জয়ের সংখ্যা দাঁড়াবে ১৩৬। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৩৬টি তৃণমূল দখল নিশ্চিত করছে জয় নয় মহাজয়কে।




Back to top button