Municipal Polls- পুরভোট নির্বাচনে টিকিট পাবে না অসুস্থ বা বয়স্ক প্রার্থী, সাফ বার্তা তৃণমূলের
২০২০ সালের বকেয়া পুরভোটগুলি করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে(Election Comisson) চিঠি পাঠানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। সে বিষয়ে কোনো রকম দ্বিমত না থাকায় কলকাতা হাইকোর্টের(High Court) নির্দেশ পেলেই যে কোন মুহুর্তে রাজ্য নির্বাচন কমিশন থেকে পুরভোটের দিন ঘোষণা করা হতে পারে। তবে সম্ভাব্য তারিখ হাজার ১৯ শে ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।
ইতিমধ্যে বাংলার শাসক দল থেকে জানানো হল এবার কোনোরকম বয়স্ক বা অসুস্থ কাউন্সিলরকে পুরভোটের দাঁড় করাতে চায় না তৃণমূল কংগ্রেস। অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় প্রার্থীর তালিকা তৈরির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সূত্র মারফত খবর, প্রশান্ত কুমারের(Prasanta Kumar) সংস্থা থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবার কোনরকম অসুস্থ বা বয়স্ক কাউন্সিলরকে টিকিট দেবে না দল। বরং তার পরিবর্তে কোনো তরুণ, কর্মঠ রাজনৈতিক নেতাদেরকেই রণাঙ্গনে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এমনিতেও কলকাতার ৪টি ওয়ার্ডের কো-অর্ডিনেটরের(Co-ordinator) মৃত্যুর কারণে সেখানে নতুন প্রার্থীদের টিকিট দিতে চলেছে দল। পাশাপাশি তৃণমূল এও ঠিক করেছে সব জায়গাতেই বয়স্ক প্রার্থীর পরিবর্তে নতুন প্রার্থী কে নিয়ে আসবেন তারা। স্থানীয় লোকেদের কাছে বয়স্ক বা অসুস্থ প্রার্থীর তুলনায় নতুন প্রার্থী অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে দাবী প্রশান্ত কুমারের সংস্থা আইপ্যাকের প্রস্তাবে।
প্রস্তাব অনুযায়ী যে চারটি ওয়ার্ডের কো-অর্ডিনেটর এর মৃত্যুর কারণে নতুন প্রার্থী দিতে চলেছে দল সেই ওয়ার্ডগুলি হল
১) ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা দাশগুপ্ত,
২)৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখদেব চক্রবর্তী,
৩)১২১ কাউন্সিলর মানিক চট্টোপাধ্যায়
৪)১৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ভট্টাচার্য।
আরও পড়ুন……Uttar Pradesh Election- ধর্মই প্রচারের হাতিয়ার, নির্বাচনের আগে রথযাত্রাই ব্রহ্মাস্ত্র বিজেপির
যদিওবা এনাদের মৃত্যুর অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল দল। তবে একই সঙ্গে আরও কিছু কাউন্সিলর বা কো-অডিনেটরের নাম এই তালিকায় যুক্ত হতে চলেছে। সূত্রের মারফত খবর, বাদের তালিকায় থাকতে পারেন –
১) ৪৮ নম্বর ওয়ার্ডের সত্যেন দে,
২) ৫৫ নম্বর ওয়ার্ডের অরুণ দে,
৩) ৬২ নম্বর ওয়ার্ডের ইকবাল আহমেদ,
৪) ৬৭ নম্বর ওয়ার্ডের বিজনলাল মুখোপাধ্যায়,
৫) ৭৯ নম্বরওয়ার্ডের রাম পেয়ারে রাম,
৬) ৮৩ নম্বর ওয়ার্ডের মঞ্জুশ্রী মজুমদার,
৭) ৮৯ নম্বরওয়ার্ডের মমতা মজুমদার,
৮) ১০০ নম্বরওয়ার্ডের সুস্মিতা দাম
৯) ১২৬ নম্বর ওয়ার্ডের শিপ্রা ঘটক।
এই তালিকায় পাশাপাশি সংযোজন ঘটতে পারে আরো অনেকগুলো ওয়ার্ডের কো-অর্ডিনেটরের। তবে আপাতত এই কয়েকজন কাউন্সিলর বা কো-অর্ডিনেটরকেই পরিবর্তনের সুপারিশ করা হয়েছে আইপ্যাডের প্রস্তাবে। আইপ্যাক প্রস্তাবের অনেকগুলি নিয়মকেই মান্যতা দেওয়া হতে চলেছে। আইপ্যাক প্রস্তাব এর দাবি, কলকাতা পুরসভার নির্বাচনে অভিজ্ঞতার তুলনায় তারুণ্যের ওপরেই বিশ্বাস রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এবার কলকাতায় পুরভোট নির্বাচনে অনেকগুলিই নতুন প্রার্থীর মুখ দেখা যেতে পারে বলেই আশা করা যায়।