রাধাকৃষ্ণণকে সরিয়ে বিদ্যাসাগরের জন্মদিনই হোক জাতীয় শিক্ষক দিবস, মমতাকে চিঠি বাংলাপক্ষের

৫ই সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। সেই দিন বদলে ফেলার পক্ষে জোর সওয়াল করল বাংলাপক্ষ। রাধাকৃষ্ণণ নন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনেই পালন হোক ‘জাতীয় শিক্ষক দিবস’, দাবি আঞ্চলিক দলের। সম্মতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেবে বাংলাপক্ষ, খবর সূত্রের।

২৬ সেপ্টেম্বর, আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আপামর বাঙালির কাছে বরেণ্য এই পন্ডিতকে শ্রদ্ধা জানানোর যে পন্থা বের করেছে বাংলাপক্ষ, তাতে সাধুবাদ জানিয়েছেন বহু নাগরিকই। যদিও শ্রদ্ধার্ঘ নিবেদনের ক্ষেত্রে শিক্ষক দিবসের দিন পরিবর্তন করে সর্বপল্লী রাধাকৃষ্ণণকে ‘অসম্মান’ জানানো কতটা যুক্তিযুক্ত, সে প্রশ্নও করছেন অনেকে।

Banglapokhho’s demand,Birth Anniversary of Vidyasagar,Government of West Bengal,Ishwar Chandra Vidyasagar,Great Man of Bengal,Birthday of Vidyasagar,বাংলাপক্ষের দাবি,বিদ্যাসাগরের জন্মবার্ষিকী,পশ্চিমবঙ্গ সরকার,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,বাংলার মহাপুরুষ,বিদ্যাসাগরের জন্মদিন

‘বাংলার জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনেই যাতে পালন হয়, সে প্রসঙ্গে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে বাংলাপক্ষ। সূত্রের খবর, শুধু বাংলায় নয়, আগামীতে গোটা দেশেই যাতে বিদ্যাসাগরের জন্মদিনে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস, সেই দাবিতে এগোবে বাংলার এই সংগঠন। প্রসঙ্গত, এই উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করতে রাজ্যের সাংসদদেরও এগিয়ে আসার আবেদন জানিয়েছে পক্ষ।

Banglapokhho’s demand,Birth Anniversary of Vidyasagar,Government of West Bengal,Ishwar Chandra Vidyasagar,Great Man of Bengal,Birthday of Vidyasagar,বাংলাপক্ষের দাবি,বিদ্যাসাগরের জন্মবার্ষিকী,পশ্চিমবঙ্গ সরকার,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,বাংলার মহাপুরুষ,বিদ্যাসাগরের জন্মদিন

নয়া দাবি প্রসঙ্গে বাংলাপক্ষের শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতির বক্তব্য, “আমরা চাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনেই পালিত হবে জাতীয় শিক্ষক দিবস। ইতিমধ্যে আমাদের এই বক্তব্যকে সমর্থন করেছেন বাংলার বিশিষ্টজনেরা। আশা করি, এই ন্যায্য দাবি পূরণে আগামীতে এগিয়ে আসবেন অন্যান্য বাঙালিরাও।”

 

 

 




Back to top button