জ্বালানি-জ্বালা বিধানসভাতেও, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তোপের শিকার রাজ্য সরকার
রাজ্যে প্রতিদিন ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য। কেন এই মূল্যবৃদ্ধি নিয়ে উদাসীন রাজ্য সরকার? আগামী সোমবার এই প্রশ্নেই রাজ্য সরকারকে সরাসরি আক্রমণের পরিকল্পনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার বিধানসভা চত্বরে ডা: বি.আর.আম্বেদকরের মূর্তির সামনে পোস্টার-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের পরিকল্পনা করেছে বিজেপির পরিষদীয় দল।
প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে সোমবার শোক প্রস্তাব আসার কথা বিধানসভায় এবং তারপর অধিবেশন মুলতুবি রাখার সম্ভাবনা বিধানসভায়। সেদিন বিধানসভায় উপস্থিত থাকবেন কলকাতা ও লাগোয়া সমস্ত জেলার বিধায়কেরা। সেদিনই প্রথমবারের জন্য জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রতিবাদ হতে চলেছে বিধানসভায়। যদি অধিবেশন মুলতুবি হয়, তাহলে বিধানসভা প্রাঙ্গনে আর যদি অধিবেশন মুলতুবি না হয় সেক্ষেত্রে বিধানসভা কক্ষেই বিক্ষোভের পরিকল্পনাও আছে বলে জানা গেছে বিজেপি পরিষদীয় দলের সূত্র মারফত।
সম্প্রতি পেট্রোলের মূল্য হ্রাস করেছে কেন্দ্র সরকার। খুব শীঘ্রই ডিজেলের মূল্য পেট্রোলের তুলনায় দ্বিগুণ হ্রাস করা হবে বলে জানিয়েওছেন কেন্দ্রীয় দফতর। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রতিদিন জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল কংগ্রেস। এখন সেই একই সুর তৃণমূলের বিরুদ্ধেই বিজেপির গলাতেও। শুক্রবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ একটি ফেসবুক পোস্ট করে জানান, “কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেলের এক্সাইজ় ডিউটি কমানোর ফলে লিটার প্রতি পেট্রোলের দাম কমল ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম কমল ১০ টাকা। এবার নিজেদের জনদরদী বলে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে ভ্যাট কম করা।”
আরও পড়ুন…..Brutality: কুকুরে পায়ে বাজি বেঁধে পৈশাচিক উল্লাস, এ কেমন বিকৃত মানসিকতার পরিচয়?
সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দিলীপবাবু বলেন,”পেট্রোল -ডিজেল নিয়ে এবার আমাদের আন্দোলন করতে হবে। কেন্দ্রীয় সরকার যে রাস্তা দেখিয়েছে, মানুষের কষ্ট দূর করার জন্য রাজ্য সরকারের তা সহযোগিতা করা উচিত। তাদের তরফে কিছুটা ত্যাগ করা উচিত। ওরা সব দিক থেকে লাভ নেবে, এদিকে কেন্দ্রের সমালোচনা করবে! মানুষের কষ্টের কোন ভাগ নেবে না তা হয় না, দায়িত্ববোধের পরিচয় দিতে হবে রাজ্য সরকারকেও।”